আমাদের কথা খুঁজে নিন

   

সৌজন্যবোধ ও ভদ্রতাঃ ছাত্র-ছাত্রীদের করণীয়

দু:খিত, সার্ভার এই মুহূর্তে ব্যস্ত আছে। একটু পর আবার চেষ্টা করুন। ছাত্র-ছাত্রীরা গৃহে এবং গৃহের বাইরে সবার সাথে সৌজন্যমূলক আচরণ করবে- এটাই প্রত্যাশিত। এখানে সৌজন্যজ্ঞাপক ও ভদ্রতাসূচক করণীয়সমূহ বিবৃত হলঃ ১. অধ্যক্ষের সামনে রক্ষিত আসনে কখনই বসবে না (অবশ্য তিনি অনুমতি প্রদান করলে বসতে পার)। ২. কলেজের সকল স্টাফ এবং দর্শনার্থীদেরকে শুভেচ্ছা জানাবে।

অপরিচিতকে সর্বদা আপনি বলে সম্বোধন করবে। ৩. আগন্তক কোন সমস্যায় পড়েছেন মনে হলে তাঁকে সাহায্যের প্রস্তাব করবে। উদাহরণ স্বরূপ বলতে পার- “ Excuse me, আপনি কি কাউকে খুঁজছেন?” কিংবা “Excuse me, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? ৪. বয়োজ্যেষ্ঠ কোন ব্যক্তি যদি তোমার ঘরে প্রবেশ করেন, যেখানে বসে তুমি পড়ালেখা করছ কিংবা টিভি দেখছ, তৎক্ষণাৎ ওঠে দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জানাবে। ৫. দরজায় অথবা সিঁড়িতে ওঠা-নামার সময় কোন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বা আগন্তককে পাশে দেখলে তাকে আগে যাবার সুযোগ করে দেবে। কখনই পাশ কাটিয়ে আগে যাবার চেষ্টা করবে না।

ভিড়ের মধ্যে হাঁটার সময় খেয়াল করবে, যেন বিপরীত দিকে গমনকারী ব্যক্তির সাথে ধাক্কা না লাগে। ৬. বয়োজ্যেষ্ঠরা কক্ষ থেকে বের হওয়ার সময় দরজা খুলে দেবে এবং তাঁকে আগে যেতে দিবে। ৭. দরজা দিয়ে গমনাগমনের সময় মহিলা, শিশু কিংবা বয়োবৃদ্ধদের আগে যেতে দেয়া সাধারণ ভদ্রতা। মহিলা ও বয়োজ্যেষ্ঠদের ক্ষেত্রে গাড়ির দরজা খুলে দেবে। ৮. অপরিচিত বয়োজ্যেষ্ঠ পুরুষকে ‘Sir’ এবং মহিলাকে ‘Madam’ সম্বোধন করা যেতে পারে।

৯. শিক্ষক, কর্মকর্তা, হলের প্রভোস্ট এবং বয়োজ্যেষ্ঠদের সাথে কথা বলার সময়, জাতীয় সঙ্গীত গাওয়ার সময় প্যান্টের পকেটে হাত রাখবে না। সভা, সেমিনার বা প্রার্থনা চলাকালীন সময়ে ঘরের মধ্যে হাঁটা-চলা করবে না। ১০. অন্যের কথা মনোযোগ সহকারে শ্রবণ করবে। তার বক্তব্যে আগ্রহ দেখাবে। তার বক্তব্য শেষ হলে তবেই তোমার বক্তব্য পেশ করবে।

কেউ কথা বলার সময় তাকে বাধা প্রদান করা বা নিজে কথা বলার চেষ্টা করা অসৌজন্যের পরিচায়ক। কথা বলার সময় চোখে চোখ রেখে স্পষ্ট ভাষায় কথা বলবে। অন্যদিকে তাকিয়ে কারো সাথে কথা বলা চারিত্রিক দুর্বলতা এবং অসৌজন্য প্রকাশ করে। ১১. কেউ বাসায় কিংবা পার্টিতে আনুষ্ঠানিকভাবে আপ্যায়ন করলে তাকে ধন্যবাদ জানিয়ে চিঠি লেখা সৌজন্যবোধের পরিচায়ক। অনুরূপভাবে, পিকনিক বা অন্যান্য অনুষ্ঠানের সংগঠককে চিঠি লিখে ধন্যবাদ জানানো যেতে পারে।

১২. অনুরোধের ক্ষেত্রে ‘Please’, কারো সাহায্যের বিনিময়ে কৃতজ্ঞতা জ্ঞাপনে ‘Thank you’, আচরণগত ভুল-ভ্রান্তির ক্ষেত্রে- ‘I am sorry’, বা ‘Sorry’ বলা অত্যাবশ্যক। ১৩. রাস্তায় কোন অসুস্থ বা প্রতিবন্ধী ব্যক্তিকে দেখলে তাকে সহযোগিতা করা দায়িত্ববোধের পরিচায়ক। ১৪. শিক্ষকের হাতে অনেক বই-পত্র বা ভারি কোন জিনিস থাকলে ছাত্রের উচিত সেগুলো বহন করে তাঁকে সহযোগিতা করা। ১৫. তুমি Dhaka Imperial Collage–এর ছাত্র। Imperial শব্দটির আভিধানিক অর্থ রাজকীয় এবং প্রধান।

দ্বিবিধ অর্থেই এই শব্দটি তোমার ক্ষেত্রে প্রযোজ্যঃ মননে, আচরণে হবে তুমি রাজকীয়, কর্মে হবে প্রধান। ঢাকা ইমপিরিয়াল কলেজের ধর্ম ও নৈতিকতা বিষয়ক ক্লাব ‘সত্য সন্ধান’- এর পক্ষ থেকে প্রকাশিত। View this link আজ শ্রদ্ধার সাথে স্বরণ করছি আমাদের প্রাণ প্রিয় শাহিন স্যারকে। গতকাল সামু ব্লগে পায়চারি করছিলাম- তখনই জানতে পারলাম তিনি নেই। মনে পড়ে- একদিন প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে ক্লাসে গিয়েছিলাম।

সেদিন প্রিন্সিপাল স্যার নিজ হাতে আমাদের ভেজা মাথা মুছে দিয়েছিলেন। তাঁর আত্নার মঙ্গল কামনা করছি.... ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।