যারা ব্যাংকার অথবা আর্থিক প্রতিস্ঠানের লেনদেন সম্পর্কে ধারনা রাখেন তারা SWIFT এর নাম শুনেছেন নিশ্চয়। আজ এই SWIFT code সম্পর্কে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করছি।
SWIFT code ব্যাংক জগতে স্বীকৃত একটি স্বতন্ত্র কোড। শুধু মাত্র বিভিন্ন ব্যাংক গুলোর মধ্যে ওয়্যার ট্রন্সফার এবং তথ্য আদান প্রদানের ক্ষেত্রে এই কোড ব্যবহার করা হয়।
SWIFT code ৮ থেকে ১১ ডিজিটের হয়।
প্রথম ৪ ডিজিট = ব্যাংক কোড( শুধুমাত্র letter)
পরবর্তী ২ ডিজিট= ISO 3166-1 alpha-2 দেশের কোড।
পরবর্তী ২ ডিজিট =location code (letters and digits)
শেষ ৩ ডিজিট=শাখা কোড(letters and digits) (primary office এর ক্ষেত্রে 'XXX')
বর্তমানে সারা িবশ্বে ৭৫০০ লাইভ SWIFT code আছে এবং ১০০০০ অতিরিক্ত SWIFT code আছে যা ম্যানুয়াল লেনদেনে ব্যবহৃত হয়।
SWIFT code এর জন্য রেজিস্ট্রেশন করতে হয় যা পরিচালনা করে Society for Worldwide Interbank Financial Telecommunication (“SWIFT”) নামক
প্রতিষ্ঠানটি। এর প্রধান কার্যলয় বেলজিয়াম।
Society for Worldwide Interbank Financial Telecommunication (“SWIFT”) এর ট্রেডমার্ক হচ্ছে S.W.I.F.T. SCRL
সবাই কে ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।