Stil Alive - অহনো বাঁইচ্চা আচি! Skrill-এ ব্যাংক একাউন্ট এড করতে SWIFT কোড চাচ্ছে। DBBL-এর রংপুর (জাহাজ কোম্পানী মোড়) শাখায় আমার একাউন্ট খুলেছিলাম। গুগল করে সোনালী ব্যাংক, উত্তরা ব্যাংকসহ ৩/৪ টা ব্যাংকের রংপুর শাখার SWIFT কোড পেলেও ডাচ-বাংলা ব্যাংকেরটা পেলাম না। ডাচ-বাংলার ওয়েবসাইটে একটা সুইফট কোড দেয়া আছেঃ DBBL BDDH, এটা ঢাকারটা। # এই কোড দিয়েই কী ডাচ-বাংলার যে কোন শাখার একাউন্ট এড করা যাবে? # যদি যায় তাহলে অন্যান্য ব্যাংকের রংপুর শাখার আলাদা সুইফট কোড কেন? যেমনঃ Bank : SONALI BANK LIMITED Branch : CORPORATE BRANCH RANGPUR City : RANGPUR Click here to find distance to RANGPUR from your city State : Bangladesh Swift Code : BSONBDDHRNG এই বিষয়ে অভিজ্ঞরা হেল্পান প্লিজ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।