আমাদের কথা খুঁজে নিন

   

medical admission test ও facebook ভাবনা + মন্তব্য

মেডিক্যাল কলেজে ভর্তির জন্য GPAসিস্টেম শুরু করায় সরকারকে অনেক ধন্যবাদ, এতদিনে সরকার একটি ভাল উদ্যোগ নিয়েছে !!! এর মাধ্যমে আযথা ব্যয় কমানো সম্ভব এবং সেই টাকায় অসংখ্য "পদ্মা সেতু" নির্মাণ করা সম্ভব হবে ! এরপর "BCS পরীক্ষাও" GPA এর ভিত্তিতে করে ব্যয় কমানো যেতে পারে ! সেইদিন আর বেশী দূরে নয় যেদিন আমাদের দেশে বিবাহ সম্পন্ন হবে সরকারের নির্দেশে GPA 5 এর ভিত্তিতে। দেখ বাপু তুমি English এ only A পেয়েছ। অতএব তোমার জন্য ওমুক বস্তির তমুকের মেয়ে নির্ধারিত!! তবে সবচেয়ে ভালো হয় যদি আগামী "সংসদ নির্বাচনটাও" GPA এর ভিত্তিতে করা যায় ! এতে করে ব্যয় কমানোর পাশাপাশি রাজনৈতিক সংঘাত এড়ানোও সম্ভব হবে !!! Original stolen by "Kazi Seerat" on Sad but True (Kotheen Bastob) from blogger মোঃ ওয়াদুদ আমার ধারনা মোঃ ওয়াদুদ ভাই এর কথা টা চিন্তা করা যেতে পারে, কিন্তু ২০০৬ সাল এর medical admission এর মত এইবার ও কি সরকার নিজের ইচ্ছা মত কাজ করবে, ভাল মন্দ চিন্তা করবে না। আরেকজন বলেছেন "বর্তমান সাজেশনভিত্তিক পবলিক পরীক্ষায় যেখানে মূল বইয়ের দশ শতাংশ পড়ে জিপিএ-৫ পাওয়া যায় সেখানে ভর্তি পরীক্ষাগুলো অন্তত পুরো বই একজন শিক্ষার্থী পড়ল কিনা, শিখল কিনা সেটা মোটামুটি যাচাই করতে সক্ষম হয়। তাই ভর্তি পরীক্ষা বাতিল করা মানে মোটামুটিভাবে নিশ্চিতভাবে সবাইকে বইয়ের দশ শতাংশ পড়তে উৎসাহিত করা। তাই ভেবেচিন্তে মনেহচ্ছে আমাদের সবকিছু রেন্ডমাইজ করে দেওয়াই ভাল—লটারী করে ছাত্র-ছাত্রী ভর্তি নিবে। মেধাবী লোকজন দিয়ে কী হবে? দেশ এমনি চলছে, ওমনিও চলবে; আর আমরা নিশ্চিন্তে দুইশিশি খাঁটি সরিষার তেল নাকে দিয়ে ঘুমাব।" সবশেষে একটা লিঙ্ক দিলাম View this link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।