আমাদের কথা খুঁজে নিন

   

BUET vs MEDICAL (war of the অহঙ্কার)

মানুষ কিছু জানত না বলে সে জানার আগ্রহে ছিল ভরপুর,এখন মানুষ কিছু জানে বলেই সে অজানাকে পাঠিয়েছে বহুদূর এটা আমার লেখা প্রথম আর্টিকেল। শুরু করার আগেই একটা বাংলা সিনেমার গানের কয়েকটা লাইন মনে পড়ে গেলঃ "শিখছি দৌড়ে ছুটে চলা শিখছি কঠিন কথা বলা সহজ কথার মানে শিখছি না... বই এর ওজন টানতে টানতে যাচ্ছি ভুলে নিয়ম ভাংতে"(সিনেমাঃ চল পাল্টাই) এবার মুল কথাই আসি। সেপ্টেম্বর মাসের ত্রিশ তারিখ থেকে মেডিকেল ভর্তি পরীক্ষার মাধ্যমে ভার্র্সিটি ভর্তি প্রক্রিয়া শুরু হয়। সদ্য এইচ.এস.সি পাশ করা ছাত্ররা তখন দেখাতে শুরু করে তাদের লৈখিক, মৌখিক,মানসিক শক্তি। মানসিক বললাম এই কারনে যে ভাল কোথাও ভর্তি হওয়াটা এখন যে কেবল সুন্দর জীবনের জন্য দরকার তা কিন্তু নয়,কোন কোন ছাত্রের কাছে তা এখন ঢোল পিটিয়ে নিজের যোগ্যতা সবাইকে জানানোর একটা উপায় হয়ে দারিয়েছে।

আমি যেহেতু একজন বিজ্ঞান বিভাগের ছাত্র তাই আমি বিজ্ঞান সম্পর্কিত ভার্সিটি নিয়ে বল্ব। বলার অপেক্ষা রাখে না যে সরকারি ভার্সিটি গুলোর মধ্যে প্রথমেই আসে বুয়েটের নাম। গতমাসের পনের তারিখ অনুষ্ঠিত এর ভর্তি পরীক্ষায় যারা চান্স পেয়েছ তাদেরকে আমার পক্ষ থেকে জানাই অভিনন্দন। কিন্তু গতকয়েকদিন ধরে খেয়াল করলাম বুয়েটে চান্স পাওয়া ছাত্ররা (আমার ফেসবুক বন্ধুরা) কেন জানি অন্যান্য ভার্সিটি বিশেষ করে মেডিকেল কে যাচ্ছেতাই ভাবে পচাচ্ছে। আমি নিজে একজন মেডিকেল এর ছাত্র এবং আমি বুয়েটে চান্স পাইনি।

তাই বলে আমাকে চোখের সামনে অনেক কথাই দেখতে হচ্ছে। ফেসবুকে প্রকাশিত কিছু স্ট্যাটাস আর তাতে দেওয়া কিছু কমেন্ট এখানে লিখে দিচ্ছি। তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। অনেক গুলো নানা ধরনের কমেন্ট। তাই হুবহু তুলে দিচ্ছি।

্লিঙ্ক দিতে পারছি না কারন আমি আমার বন্ধুদেরকে নয় তাদের কথাগুলোকে ঘ্রিনা করি। status 1: "Amra sbai buet coachng kre buetian hoyesi,kintu if i ask"BUET vs MEDICAL"..which is better???wt will b the answer???????" comments : 1."Bangladesh e mdcl e chance paoata nijer joggotar upor depend kore na....kore luck er upor.........." 2. Bangladesh e mdcl e chance paoata nijer joggotar upor depend kore na....kore luck er upor.......... 3. bt jara asolei buet er jonno joggo.tara thik e buet e chance pay.......(যে এই কমেন্ট করেছে সে নিজে চান্স পেয়েছে) 4. hmm...r BD-er manus murkho besi..tai engineer der value bujhe na.. 5.edesher manush medical er name fantasy dekhe........but ami mone kori na medical BUET er theke better.......( ইনি হয়ত ধরে নিয়েছেন যে মেডিকেল এ বুঝি এঞ্জিনিয়ারিং পড়ানো। কোনটার সাথে কোনটারে তুলনা করে) 6.medical-e hundred percent luck er upor tika jae. ami nijei biology boi na dhorei tiksi. medical examer ager rate facebooking kore porer din andaje sob dagaisi. but luck er jonno chance hoe gese. (ইনি আমাকে নিজের মুখেই বলেছেন যে ইনি বুয়েট পরীক্ষায় সব mcq আন্দাজে দাগাইছেন। তাহলে ইনি কি luck এর ভিত্তিতে চান্স পান নাই। আরেকজন সব সিউর হয়ে দাগাইছেন কিন্তু চান্সে পান নাই।

জানতে চাই কেন? ) 7.buet'r 7e sudhui 1st 4/5ta mdcl er tulona chle...bt buet is far btr dn those mc...mdcl xm tai 2 pura baikka!joghnno systm....matha thanda rekhe r risk nie dagiei chnc paice nk e jara chnc pwar ktha na..r nk vlo stdnt o tike nai...pura unseriusly dagie ami chnc paic,bt amr nk frnd jara tikar ktha,tara tikenai.. status 2:amra jara buet e porbo tader sub r job niye koto habijabi tension.kintu jara medical e porbe tader sub niyeo tension ni,job niyeo ni comments: 1.hehe.........oder to doctor hoite hoite jiboner 40 year jaibo ga..............oder chaite amra onek valoi achi......(ইনি হয়ত বুঝাইতে চাইছেন যে আমরা মেডিকেল আ ভর্তি হবার ৪০ বছর পর ডক্টর হই। তার মানে সব মিলিয়ে মোটামুটি ৬০ বছর লাগে। যাক,কপাল ভাল যে ইনি প্রফেসর হওয়া নিয়ে কিছু বলেন নাই) 2.Amr ek frnd mdcl nye hotash.ble j doctor hoya porichity paite 60 hoe jabe o!!!!married lyf e o tai khushi thakte parbe na. 3.Doctor suckzzzz... বন্ধুরা কি আর বল্ব। বুয়েটের এক বড় ভাই বলছিলেন,"বুয়েটের ছাত্র দুই ধরনের। একজন হল যারা তাদের প্যাশন কে ভালবাসে আর আরেকজন হল যারা বুয়েট কে ভালবাসে"।

এরা বুয়েটকে ভালবাসে। এদেরি একজন আমাকে বলেছিল "সীমান্ত,তুমি একদিন অনেক বড় ডাক্তার হবা"। কিন্তু সেই আরেকদিন বলেছিল,"ডাক্তার হবার চেয়ে গরু হওয়া ভাল"। তার মানে কি ডাক্তাররা গরুর চেয়েও অধম?নাকি তারা অধম যারা নিজেদের নোংরা মানসিকতাকে ঢোল পিটিয়ে জানিয়ে বেড়ায়?জীবনে আমি কয়েকটা খারাপ গুন পেয়েছি। ১।

তর্ক করতে পারি না ২। মানুষের সাথে মিশতে পারি না। দুর্বল ভেবে সবাই উসিলা পেলেই অপমান করে ৩। মনের কথা সাহস করে জানাতে পারি না পাছে কেউ যদি কষ্ট পায় ৪। কাউকে গালি দিতে পারি না ৫।

দুর্বল বলে খুব সহজেই কষ্ট পাই এই গুনগুলো বারবার আমাকে অপমানিত হতে বাধ্য করে। প্রতিদিন যখনি ফেসবুকে বসি তখনি এই ধরনের লেখাগুলো পাই। আমি বুয়েট নিয়েই লিখছি কারন আমার প্রায় ৮০% বন্ধু বুয়েটে পড়ে তাই সব বুয়েট নিয়েই লিখে। আড্ডার আসর জমানোর জন্য অনেকেই এরকম মেডিকেল নিয়ে তর্ক ছুড়ে দেয়। এমনিতেই বুয়েটে চান্স পাই নাই,তার উপর এই ধরনের কথা শুনলে কষ্ট লাগে।

যারা কোথাও চান্স পায় নাই তারা যখন এই কথাগুলো শোনে তখন তাদের কেমন লাগে?সবাই বলে এগুলা এড়াইয়া যেতে...কতজনকে এড়াবো বলতে পারবেন? অন্যদের না হয় এড়ালাম কিন্তু নিজের বদ্ধুদের কি করে এড়াবো। আসলে যারা এগুলো এড়াতে চায় তাদেরকে শুনিয়ে শুনিয়ে এগুলো আরো বেশি করে বলা হয়। এসব অনেক কথাই আরো দিতে পারতাম। দেই নাই কারন অন্য কথাগুলো ঘুরে ফিরে একি কথা। আপনাদের কাছে শেয়ার করলাম কারন আমি আমার বন্ধুদের বলে কয়েও এসব বলা থেকে থামাতে পারি নাই,আপনারা যদি থামেন এই জন্য।

আপনারা আপনাদের ভার্সিটিকে নিয়ে যত ভালো কথা আছে বলতে থাকুন কোন সমস্যা নাই কিন্তু দয়া করে অন্য প্রতিষ্ঠাঙ্কে হেয় করবেন না। কারো না কারো মনে একটু হলেও কষ্ট লাগে। আমি ডাক্তারি নিয়ে পড়ছি। তাই এই পেশা কতটা ভাল বা খারাপ তা জেনে লাভ নাই,এই পেশার এখন কি অবস্থা সেটাও জানতে চাইনা। একজনকে না একজনকে তো এটা নিয়ে পড়তে হবে,আমি-ই না হয় পড়লাম...আরেকটা কথা মনে রাখবেন।

মেডিকেলে কিন্তু এঙ্গিনিয়ারিং পড়ানো হয় না...ঃ) পুরোটা পড়ার জন্য ধন্যবাদ... ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।