ভালো লাগা কৌতুক। সবার জাণা থাকতে পারে। তবুও লিখলাম। আমার ভাল লাগে তাই শেয়ার করলাম।
১।
ডাক্তার তাঁর বাবাকে নিজেই অপারেশন করছে। নার্সকে ডাক্তার বলল, “সিস্টার যাও ছুরিটা নিয়ে এসো”।
নার্স জবাব দিল ‘দুষ্টু! বাবার সামনে সিস্টার বোলা হচ্ছে’।
২। রাস্তায় দাঁড়িয়ে থাকা এক মেয়েকে দেখে এক ভদ্রলোক গাড়ি থামিয়ে বললেন, “লিফট লাগবে”।
মেয়েটি বলল, “না, তিন দিন ধরেই তো লিফট নিচ্ছি, আজ বাড়ি ফিরতেই হবে”।
৩। প্রশ্নঃ আপনি আপনার বউকে কি দিতে পারলে খুশি হন?
উত্তরঃ ছেড়ে দিতে পারলে।
৪। একজন ফাঁসির আসামীকে জিজ্ঞাসা করা হল, “আপনার শেষ ইচ্ছা কী?”
“সেতার শিখা”
“অত সময় ত আপনাকে দেওয়া যাবে না”।
অপর একজন আসামী কে একই প্রশ্ন করা হল।
সে প্রথম জনকে উদ্দেশ করে বলল,
“আমার শেষ ইছা ওনার কাছে সেতার শেখা”।
৫। “তমাদের দুজনের মধ্যে কে বেশি হিসেবি”?
“তোর ভাবী”।
“কী করে বুঝলি”।
কেন? ওর তিরিশতম জন্মদিনে কেকের ওপরে পঁচিশটা মোমবাতি জ্বালিয়েছিল৷
৬। ভ্যালেন্টাইন ডে-তে নানাকে জিজ্ঞাস করলাম,
“নানী তোমার কাছে কি চাইল”?
“আমাকে চাইল”, নানা জবাব দিল।
“তুমি কি চাইলে”?
আমি মাফ চাইলাম”।
৭। সরকার এনাউন্স করল যার পাঁচ সন্তান আছে তাকে পাঁচ লক্ষ টাকা পুরষ্কার দেওয়া হবে।
এই শুনে রোকন সাহেব বাড়িতে এসে বৌকে বলল,
“বাকি দুজন কথায়?”
বৌ জবাব দিল “ওগুলো যার ছিল সে নিয়ে গেছে”।
৮। চাচা বলছে “আমার হাতে যদি ক্ষমতা থাকত তবে দেশটাকে পালটে দিতাম”।
চাচি জবাব দিল , “কাল থেকে যে পাজামাটা পরে আছ আগে ওটা পাল্টাও, পরে অন্য কিচু ভেবো”।
৯।
এনার্জি ট্যাবলেট খেতে গিয়ে আবু ভাইয়ের গলায় আটকে গেছে। তার পর কি হয়েছে? গলার টনসিলগুলো বেড়ে গেসে।
১০। জন্ম, মৃত্যু, বিয়ে তিন বিধাতা নিয়ে- কিন্তু মানুষের হাতে তো প্রথম দুটা নেই। তাই শেষেরটাই যার যখন যে কটা খুশি তাই করে।
১১। প্রশ্নঃ রাস্তা-ঘাট এবং ব্রেকফাস্টের মধ্যে কী মিল আছে?
উত্তরঃ দুটোতেই জ্যাম আছে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।