আমাদের কথা খুঁজে নিন

   

প্রযুক্তির কিছু মজার মজার টিপস… না দেখলে পরে পস্তাবেন ১০০% গ্যারান্টি

নিত্য নতুন প্রযুক্তি আমরা সবাই ভালবাসি। এই প্রযুক্তির খুটি নাটি বিষয় গুলো আমাদের জানা থাকলে অনেক সময় দুই মিনেটে দুই দিনের কাজ করে ফেলা যায়। এখানে আমি প্রযুক্তির কিছু মজার মজার টিপস আপনাদের জানাবো। কথা না বাড়িয়ে শুরু করি।
১. যদি কোনো বিমানের বর্তমান লোকেশন বা অবস্থান জানতে চান, তবে কথা না বাড়িয়ে ওই বিমানের ফ্লাইট নম্বরটি টাইপ করে গুগল এ সার্চ করুন।

গুগল সাথে সাথে আপনাকে বিমানের বর্তমান অবস্থান জানিয়ে দিবে।
২. আপনার মোবাইল ফোন লক করার পর যে ওয়ালপেপার দেখা যায়, সেটা পরিবর্তন করে এমন একটি ওয়ালপেপার দিন, যেখানে আপনার নাম, ই-মেইল, ঘরের ফোন নাম্বার ও ফেইসবুক আইডি লিখা আছে। এতে আপনার মোবাইল হাঁড়িয়ে গেলে, কেউ খুজে পেলে, আপনার সাথে যোগাযোগ করতে পারবে।
৩. আইফোন থেকে ভালো কোয়ালিটির ছবি পাওয়ার জন্য, ছবি তোলার আগে জুম না দিয়ে, ছবি তোলার পর জুম দিয়ে ছবি দেখুন। ছবির মান অনেক ভাল পাবেন।



৪. ইউটিউব থেকে ভিডিও দেখার সময় বিরক্তিকর এড খুব সহজেই দূর করা যায়। ইউটিউব ভিডিও ফাইল এর লিঙ্ক এ “youtube” এর পরিবর্তে “youtubeskip” লিখুন। ব্যাস এড ফ্রী ইউটিউব উপভোগ করুন।
৫. বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করার সময় আমরা কীবোর্ড এর স্পেস বার চেপে ওয়েবসাইট এর নিচে স্ক্রল করতে পারি। একটা মজার ব্যাপার হল, শিফট চেপে স্পেস বার এন্টার করলে, ওয়েবসাইট এর উপরের দিকে স্ক্রল করা যায়।


৬. ল্যাপটপ এর ব্যাটারি ১০০% চার্জ না করে, ৮০% চার্জ করে ব্যাবহার করলে, ব্যাটারির লাইফ টাইম বহু গুন বেড়ে যায়।
৭. মোবাইল ভিজে গেলে, ভয় না পেয়ে, তারাতারি একটা পলিথিন নিয়ে তাতে বেশ কিছু শুকনো চাল ভরে, আপনার ভেজা মোবাইল টি সহ ভালো করে বেধে রাখুন। যাতে কোনো বাতাস ঢুকতে বা বেড় হতে না পারে। ২৪ ঘন্টা পর দেখুন, আপনার মোবাইল শুকিয়ে গেছে।
আশা করি টিপস গুলো আপনাদের ভালো লেগেছে।

একটু সময় পেলে আমার "ওয়েবসাইট" থেকে ঘুরে আসতে পারেন।

সোর্স: http://www.techtunes.com.bd     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.