আমাদের কথা খুঁজে নিন

   

রিপোস্ট: কেএফসি, ডোরেমন কিংবা খিদের গল্প

প্রান্তর সকাল থেকে মন খারাপ। তার কিছুই ভাল লাগছে না। মামুণির দিকে ভীষণ রাগ হচ্ছে। তাকে তার মানুণি ভীষণ ভাবে বকা দিয়েছে। কিন্তু তার কোন দোষ নেই।

সকাল বেলা তার খেতে ভাল লাগে না । এ কথাটা মামুণি বুঝতে চায় না। যতই না করুক মা তাকে জোর করে খাওয়াতে চাবে। না খেলে বকা, অথবা চিৎকার চেঁচামেচি। প্রান্তর তাই খুব কাঁদতে ইচ্ছে করছে।

মিসেস রিনা লিফট থেকে এই মাত্র নামলেন। হাতে তার কেএফসির চিকেন ফ্রাই, যা প্রান্ত খুব পছন্দ করে। সকালে ছেলেটাকে খুব বেশি বকা দেয়া হয়েছে। খাবার নিয়ে এত বিরক্ত করে ছেলেটা। না খেতে পারলেই যেন শান্তি।

কলিং বেল বাজাতেই প্রান্তই দরজা খুলে দেয়। কেএফসির প্যাকেট দেখে তা ছো মেরে নেয়। টিভি ছেরে দিয়ে ডোরেমন দেখতে বসে। যেখানে ডোরেমন নবিতাকে বলছে কিভাবে সুজুকাকে ইমপ্রেস (পটানো ) যায়। মিসেস রিনা ছেলের দিকে দিকে তাকায়।

খুব তৃপ্তি সহকারে। জগতে নাকি যাবটিও বৈপরীত্য পাশাপাশি থাকে। আলো- আধার, সুখ-দুঃখ, হাসি-কান্না, বিলাসিতা-দারিদ্র। আলোর নিচেই অন্ধকার। ঠিক যে সময় প্রান্ত মজা করে চিকেন ফ্রাই খাচ্ছিল, ঠিক সে সময়ের কথা।

প্রান্তদের ৬ তলা বাসা থেকে একটু দূরে একটা বস্তিও ছিল। যা শহরের প্রধান ড্রেনের পাশে ছিল। সে বস্তিতে তিন বাই তিন ফিট একটি ছোট ঘর ছিল। আসলে ঘর না বলে এটাকে মুরগির খুপ বলাই ভাল। যাতে প্রান্তর বয়সী আলি নামের একটি ছেলে থাকত ।

কাকতালীয় ভাবে আলির মনও বেশ খারাপ। যদিও সেটা ভিন্ন কারণে। আলি উন্মুখ ভাবে রাস্তার দিকে তাকিয়ে আছে। যেখান দিয়ে তার মা আসার কথা। ওইতো বড় রাস্তার মোড়ে মা ভিক্ষা করে।

তার মা পঙ্গু। তাই ভিক্ষা ছাড়া আর কোন পথ নেই। আর তার বাবা তার পঙ্গু স্ত্রী আর ছোট ছেলেকে ফেলে আর একটা বিয়ে করেছে। তাতে কার কি এসে যায়??? না, এর সহ্য করা যায় না। কাল রাত থেকে আলি না খেয়ে আছে।

খুদা যখন তীব্র হয়, তখন তার গলা শুকিয়ে আসে। পানিও খাওয়া যায় না। আজ তার গলা শুকিয়ে আসছে। যদিও তার একটা বিকল্প ব্যবস্থা আছে। সে তাই আর কালক্ষেপণ না করে সেদিকে দৌড় দিল।

১ নাম্বার রাস্তার পাশে একটা বড় স্থান আছে যাকে সবই ডাস্টবিন বলে। গন্ধে তার আশেপাশে কেও যায় না। সেটিই তার বিকল্প ব্যবস্থা! চুপি চুপি সে সেখানে যায়। দেখে একটি লাল প্যাকেট, যার উপর একজন ভদ্র লোকের ছবি দেয়া। প্যাকেট এর ভেতর সে একটি মুরগির হাড্ডি আবিষ্কার করে।

একটিতে সে কামড় বসায়। আহ ! কি স্বাদ!!!! আকাশের দিকে তাকিয়ে কাকে যেন খোজে। হয়ত ধন্যবাদ দেবার জন্য।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।