ব্যাকরণের সব রীতিনীতি মেনে সাহিত্য রচনা করতে গেলে তবে তা একটা ভালো ব্যাকরণের বই হয়ে যাবে। —— তন্য শব্দগুচ্ছ বিজ্ঞাপনের আসল উদ্দেশ্যই হচ্ছে যেকোনোভাবেই হোক মানুষের মনোযোগ আকর্ষণ করা। এই ক্ষেত্রে 'University of South Asia' সেই কাজটা করতে পেরেছে। এই ধরনের বিজ্ঞাপনগুলোকে মার্কেটিং এর ভাষায় বলা হয় ‘Shockvertising’
এখানে মূল বিষয়টা হচ্ছে, বাংলাদেশে বর্তমানে অনুমোদনপ্রাপ্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা প্রায় ৬৪টি। এর প্রায় সবগুলোই নিয়মিত বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে কিন্তু ৭-৮ টা ছাড়া অন্য বিশ্ববিদ্যালয়গুলোর নামও আমরা জানি না।
এই ক্ষেত্রে গতানুগতিক বা ভালো একটা বিজ্ঞাপন দিয়ে নতুন একটা বিশ্ববিদ্যালয়ের নাম কম সময়ে মানুষের মস্তিষ্কে ঢুকিয়ে দেওয়া প্রায় অসম্ভব। সুতরাং, ‘Shockvertising’ হচ্ছে একমাত্র রাস্তা। ফেইসবুকে এখন সবাই 'University of South Asia' নিয়ে কথা বলছে, অনেকে তাঁদের বিজ্ঞাপনগুলো শেয়ার দিচ্ছে, এতে করে 'University of South Asia'র নাম ছড়িয়ে গেছে পুরো বাংলাদেশে; কোটি কোটি টাকা খরচ করেও এই কাজটা করা সম্ভব হতো না, সেই কাজটাই করে দিয়েছে ফেইসবুক ব্যবহারকারীরা একদম বিনা পয়সায়। দিন শেষে লাভবান হয়েছে 'University of South Asia'
যাই হোক, এখন আমাদের উচিত ফেইসবুক ও ব্লগে এই বিজ্ঞাপনগুলো শেয়ার করে থেকে বিরত থাকা; ওদের ইউনিভার্সিটির নাম প্রচারে আর সহযোগিতা না করা। এছাড়া, দুই দিন ধরে ফেইসবুক ও ব্লগে একই জিনিস সবাই শেয়ার করছে, যা চরম বিরক্তিকর।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।