আমার টাকার দাম নাই? এই লেখাটি দিয়েছিলাম কয়েকদিন আগে । কি ঘটেছে এরপর ? আজকে গিয়েছিলাম আগোরা তে মাছ সহ। গিয়ে ব ল লাম, “ মাছ তো খাওয়া যায় না, কেমিক্যাল এর গন্ধ।”। এরপর Customer Service Desk বলল এরকম হওয়ার কথা না, তারপ র দুঃখ প্রকাশ ক রল। এর প র বিনা বাক্যব্যয়ে আমার কেনা মাছ ফেরত নিল, ওজন করে যা দাম হয়, সেই দাম adjust ক রে আমি একটা ইলিশ মাছ কিনে এনেছি। বাংলাদেশেও কাস্টমার সার্ভিস এর উন্নতি হচ্ছে ধীরে ধীরে। আমাদের ভোক্তাদেরও এগিয়ে আসতে হবে নিজেদের প্রাপ্যটুকু বুঝে নিতে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।