আমি মানুষ একটি পরিবার!! ফুটপাত যাদের শেষ ঠিকানা। এই মানুষ গুলো স্বপ্ন দেখতে ভুলে গেছে। বাস্তবতার এই তীব্র অনিয়মে,তারা আজ ক্লান্ত!! চোখের জল শুকিয়ে গেছে অনেক আগেই। শুধুমাত্র বেঁচে থাকার জন্যই বেঁচে থাকা। এরকম হাজারও পরিবারের দেখা মিলবে; ঢাকা নামক এই অদ্ভুত শহরে।
অথচ এই শহরে; এসির আরামদায়ক শীতলতায় রাত যাপন করে লাখ লাখ ধনকুবের। তাদের এসির হাওয়ায় রাতযাপন করাটা দোষের না। কিন্তু তারা কি এই মানুষ গুলোর জন্য কিছু করতে পারে না? শুধুমাত্র নিজের জন্য বেঁচে থাকলে, তাকে বেঁচে থাকা বলে না। আসুন, এবার ঈদে আমরা সবাই অন্তত একজন করে হলেও পথের মানুষকে সাহায্য করি। দেশের উন্নয়ন পরের বিষয়।
আগে দেশের মানুষগুলোর উন্নয়নে এগিয়ে আসি। মানবতা আর বিবেকই পারে আমাদেরকে মানুষ করে তুলতে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।