খুজছি সবাইকে মা এমন একটি শব্দ যার প্রতিশব্দ/তুলনা করার মত শব্দ পৃথিবীতে খুজে পা্ওয়া যাবে কিনা সন্দেহ আছে। তবে মায়ের তুলনা শুধুমাত্র মা-ই। পৃথিবীতে একমাত্র মানুষ যিনি নিঃস্বার্থ ভাবে তার সন্তানদের ভালবাসের এমনকি জীবন বিপন্ন করতেও পিছপা হন না। কিন্তু আস্তে আস্তে মায়ের প্রতি আমাদের ভালবাসা, শ্রদ্ধা, দায়িত্ববোধ দিন দিন ক্রমশ নিম্নমুখী। আজ বিশ্ব মা দিবস।
এই দিনটি অনেককেই মনে করিয়ে দেয় আজ মাকে ফোন দিতে হবে। অনেকদিন মার সাথে কথা হয় না। অনেকদিন মাকে দেখা হয় না। কিন্তু বেগময় এই যান্ত্রিক জীবনে আবেগহীন ভাবে চলতে গিয়ে আমরা অনেকেই মার প্রাপ্য ভালবাসাটুকু প্রকাশ করতে পারি না। আসলে আমরা সত্যিই পারি না? জানিনা।
তবে আজ আশা করি সবাই তার মাকে স্মরণ করবে। যাদের মা বেচে নেই শুধুমাত্র তারাই বুঝতে পারবে মা তার কতটুকু ভালবাসার কতটুকু আপন ছিল। হয়তো নিভৃতে কয়েক ফোটা জলও ফেলতে পারে। তবে পৃথিবীর সব মাকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে রইল ভালবাসা। যার কারণে ধরনী এতটা সুন্দর হয়েছে আজকের এই দিনে, সেই মমতাময়ী মাকে আমার সশ্রদ্ধ সালাম ও ভালবাসা।
যুগে যুগে সব মাই পৃথিবীর পরিবর্তনে অবদান রেখে চলেছে। ম্যাক্সিম গোর্কির 'মা' পড়লেই বুঝা যাবে একটা বিপ্লবের পেছনেও মায়ের কতটা অবদান থাকে। মা শুধু তোমাকেই ভালবাসি, আর এভাবেই যেন ভালবেসে যেতে পারি প্রতিদিন, সারাজীবন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।