ছোট এই জীবনে গন্তব্যহীন আমার পথ চলা।চাওয়া-পাওয়ার জটিল সমীকরণ না কষে নির্ভারহীন জীবন কাটাচ্ছি।যে রকম আছি ভালই আছি।ইসলাম এর পথে চলার চেষ্টা করি। বাথরুমের ‘শাওয়ার হেড’ নিয়ে একটু সাবধান হওয়াই ভালো৷ সেখানেই নাকি জমে থাকে থোকা থোকা বিপজ্জনক সব রোগের জীবাণু৷ সম্প্রতি প্রকাশিত এক গবেষণার ফলাফলে জানানো হয়েছে এই তথ্য। তারা বলেছেন, ওটাই নাকি ব্যাকটেরিয়া জন্ম নেয়ার সবচেয়ে আদর্শ জায়গা৷ মার্কিন গবেষকরা নয়টি শহরের ৫০টি শাওয়ারের পানি পরীক্ষা করে দেখেছেন যে এই সব শাওয়ার হেডে জন্ম নেয়া এক ধরণের বিশেষ জীবাণু রয়েছে, যার কারণে ফুসফুসের রোগ হবার ৩০ ভাগ সম্ভাবনা রয়েছে৷ অবশ্য এই সমীক্ষাটি মার্কিন যুক্তরাষ্ট্রের শহরকে কেন্দ্র করে৷ তবে বাংলাদেশ কিংবা ভারতের মত দেশের শহরাঞ্চলে পানি সরবরাহের ব্যবস্থার হাল যে খুবই খারাপ, তা তো সকলের জানা৷ ঐ সকল এলাকার পানিতে রোগজীবাণু থাকে অনেক বেশি৷ তাই সেখানে পানিবাহিত রোগে আক্রান্ত মানুষের সংখ্যাও অনেক বেশি৷ যাহোক যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ কলোরাডোর অধ্যাপক এবং এই গবেষক টিমের প্রধান নরম্যান পেচ বললেন, ধরুন আপনি গোসলের সময় শাওয়ারের মুখ দিয়ে ঝরনার মত আপনার শরীরে পানি ঢালছেন, তখন বেশ জোরের সঙ্গেই আপনার মধ্যে ঢুকে পড়ছে ফুসফুসে হতে পারে এমন রোগ৷ ডেনভারের ন্যাশনাল জুইশ হাসপাতালে গত কিছু দিন যাবত ফুসফুসের রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যেতে থাকলে কারণ উদ্ঘাটনে নেমে যান নরম্যান পেচের দল৷ এরপর নানা শহরে গিয়ে পানি নিয়ে পরীক্ষা চালানোর সময় তাদের দৃষ্টি পড়ে বাথরুমের শাওয়ারের উপর৷ সমীক্ষায় মিলে যায় শাওয়ার হেডে বাসা বাধা জীবাণুর অস্তিত্বের৷ গবেষকরা জানালোন, শাওয়ার হেডের জমে থাকা জীবাণু সবচেয়ে বিপজ্জনক গর্ভবতী মায়েদের এবং তাদের আসন্ন শিশুদের জন্য৷ তা ছাড়া দুর্বল লোকদেরও সহজে আঘাত করতে পারে এই জীবাণু৷ গবেষকদের মতে এই জীবাণু থেকে কখনো কখনো খুবই মারাত্মক রোগের জন্ম নিতে পারে৷
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।