আগামী দুই দশকে ইউরোপে ফুসফুসের ক্যানসারে মৃত্যুর হার বাড়বে। ইউরোপীয় গবেষকেরা এ দাবি করে জানান, বর্তমানে ইউরোপে ১০ শতাংশ মানুষের ক্ষেত্রে মৃত্যুর জন্য দায়ী ফুসফুস ক্যানসার; যার কারণ ধূমপান। বিবিসির এক খবরে এ তথ্য জানানো হয়।
ইউরোপিয়ান রেসপাইরেটরি সোসাইটি সম্প্রতি ধূমপানের ফলে ক্যানসারের মৃত্যুহার নিয়ে একটি গবেষণা করেছে। এতে প্রতি ১০ জন মানুষের মধ্যে একজনের মৃত্যুর জন্য ফুসফুসের ক্যানসারকে দায়ী করা হয়। যুক্তরাজ্যের কয়েকটি দাতব্য সংস্থার মতে, ফুসফুস ক্যানসারে মৃত্যুহার ২৫ শতাংশ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল নামের সংস্থাটির তথ্য বিশ্লেষণ করে গবেষকেরা ফুসফুসে ক্যানসারে মৃত্যুহারের এ গবেষণা করেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ইউরোপ অঞ্চলে চারটি মারাত্মক রোগ হচ্ছে, শ্বাসকষ্ট বা নিউমোনিয়া, করোনিক অবসট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি), ফুসফুসের ক্যানসার ও যক্ষ্মা। ইউরোপিয়ান ইউনিয়নের ২৮টি দেশের মধ্যে প্রতি আটজন মানুষের মধ্যে একজনের মৃত্যুর জন্য এ চারটি রোগের যেকোনো একটি দায়ী।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।