দুঃখের জল,করে ছল-ছল... ১. তুমি মানে- বুকের ভেতর,ইচ্ছে খুশির ডানা তুমি মানে- মুক্ত প্রকাশ, গোপন সব-ই মানা। তুমি মানে- পথ টা অনেক,গন্তব্য সুদূর তুমি মানে- অসীমতায়, হৃদয় অন্তঃপুর। তুমি মানেই- তুমি-আমি, বিপরীতের দু’জন, বন্ধুর পথে হেঁটে যাওয়া- পরিপূরক সুজন। ২. মন যে তোমার ছুটে গেছে- চিরদিনের মত, কোনভাবেই ফিরবেনা আর- চেষ্টা করেও শত। অনেক কাছের,চেনা আমি- হয়েছি দূরের পর, ভালবাসলেই- যায়না যে বাঁধা ঘর...।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।