অলিম্পিক ইতিহাসে প্রথমবারের মতো টানা দু’বার ১০০ ও ২০০ মিটারে স্বর্ণপদক জিতলেন জ্যামাইকার কিংবদন্তী ইউসেইন বোল্ট৷ এই রেকর্ডের পর মাইক্রো ব্লগ টুইটারেও তিনি সবাইকে ছাড়িয়ে গেলেন৷ মিনিটে তাঁর নাম উচ্চারিত হলো দুই হাজার বার৷খবর এএফপি বৃহস্পতিবার রাতে লন্ডন অলিম্পিকের সবগুলো স্পট লাইট ছিল এই জ্যামাইকান দৌড়বিদের ওপর৷ ট্র্যাকে নিজেকে অবিসংবাদিত কিং হিসেবেই প্রতিষ্ঠিত করলেন ইউসেইন বোল্ট৷ সামাজিক গণমাধ্যম পর্যবেক্ষক সংস্থা মাস রেলেভান্স জানিয়েছে, বোল্টের এই দুর্দান্ত সাফল্যের পর টুইটার ছিল বোল্টময়৷ মোট ৮০ হাজারেরও বেশিবার বোল্টের নাম টুইট হয়েছে টুইটারে, গড়ে নাকি প্রতি মিনিটে দুই হাজার করে বোল্টকে নিয়ে টুইট হয়েছে মাইক্রোব্লগে, যেটাও একটা রেকর্ড৷ কারণ অলিম্পিকের আর কোনো তারকাকে নিয়ে এত অল্প সময়ে এতবার টুইট করা হয়নি৷ অলিম্পিকের প্রথম দশদিন অবশ্য বোল্টকে নিয়ে টুইটের গতি এতবেশি ছিল না, মোট ৩,৩৮,০০০ বার টুইট হয়েছে বোল্টকে নিয়ে৷ সেই তুলনায় আরেক চ্যাম্পিয়ন অলিম্পিয়ান সাঁতারু মাইকেল ফেল্পসকে নিয়ে টুইটের সংখ্যা ছিল অনেক বেশি, মোট ৫,৭৪,০০০ বার৷ তারও ওপরে ছিলেন মার্কিন বাস্কেটবল তারকা লেব্রোন জেম্স এবং ব্রিটিশ স্প্রিং ডাইভার টম ড্যালে৷ অলিম্পিকের প্রথম দশদিনে সবচেয়ে বেশি টু্ইট হয়েছে সাঁতার নিয়ে, তারপরে ছিল জিমন্যাস্টিকস, বাস্কেটবল, ফুটবল এবং ভলিবল৷ তবে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে বোল্টের আগমন অ্যাথলেটিক্সকে অনেক সামনে ঠেলে দিয়েছে৷ তবে মোটের ওপর এবারের অলিম্পিক কিন্তু খুব একটি সাড়া জাগাতে পারেনি মাইক্রোব্লগের জগতে৷ টুইটারে অলিম্পিকের প্রথম দশদিনে মোট দুই কোটি ৮৪ লাখ বার টুইট হয়েছে এই আসর নিয়ে, প্রতি মিনিটে ১৯৭৫ বার৷ তবে অন্যান্য ইভেন্টের তুলনায় তা অনেক কম৷ যেমন গত বছর ব্রিটিশ রাজপুত্র উইলিয়াম আর কেটের বিয়ের সময় টুইট ছিল প্রতি মিনিটে ৬৩৬৯৷ আর মার্কিন টিভি শো অ্যামেরিকান আইডল’এর সময় সেটি ছিল প্রতি মিনিটে ২৩,৮৭৬ বার!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।