জ্ঞানের সাগরের এক ফোঁটা জল এখনো গ্রহণ করতে পারিনি। তবুও নিজেকে সবজান্তা বলি। সকলকে কিছু জানাতে পারার জন্যই লিখে থাকি। সবচেয়ে কম বলে সেঞ্চুরি (৩০ বলে ১০০)। ম্যাচের পুরোটা সময় ব্যাট হাতে মাঠে।
ম্যাচ শেষে অপরাজিত ১৭৫ রানে। ৬৬ বলের ওই ইনিংসে ছক্কা ১৭টি। শুধু টি-টোয়েন্টি নয়, সব ধরনের ক্রিকেটের ইতিহাসেই এটি দ্রুততম সেঞ্চুরি। সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রান এটি। এ ছাড়াও সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডটিও হয়েছে আজ।
এসব রেকর্ডই নিজের করে নিয়েছেন ক্যারিবীয় খেলোয়াড় ক্রিস গেইল।
টাইমস অব ইন্ডিয়া জানায়, গেইলময় দিনে আজ মঙ্গলবার আইপিএলে পুনে ওয়ারিয়র্সকে হারিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গেইলের ১৭৫ রানের ওপর ভর করেই টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহটা (২৬৩) এখন বেঙ্গালুরুর। এর আগে কেনিয়ার বিপক্ষে সর্বোচ্চ ২৬০ রান ছিল শ্রীলঙ্কার।
গেইলের এই মাঠের এই ‘অতিমানবীয়’ ইনিংসের পর টুইটারেও ঝড় ওঠে।
ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি থেকে শুরু করে বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট টুইট করেছেন। বাদ যাননি অন্যরাও। প্রত্যেকে এই জ্যামাইকানের প্রশংসা করে মন্তব্য ছুড়েছেন।
ধোনির টুইট: ‘গেইলের বিধ্বংসী ব্যাটিং দেখে মনে হয়েছে, বোলার না হয়ে কিপিং গ্লাভস বেছে নিয়ে আমি ভালো সিদ্ধান্তই নিয়েছি। ’
উসাইন বোল্টের টুইট: ‘কর্তৃত্বপূর্ণ পারফরম্যান্স।
’
গেইলের ‘অতিমানবীয়’ উইলোবাজি দেখে আরেক ওয়েস্ট ইন্ডিজ কৃতী ব্রায়ান লারার টুইট: ‘গেইল মাঠের ফিল্ডারদের দর্শক আর মাঠের দর্শকদের ফিল্ডার বানিয়েছে। ’
‘অবিশ্বাস্য ইনিংস, ঈশ্বরকে ধন্যবাদ আমাদের সঙ্গে এটা হয়নি—বলিউড তারকা ও রাজস্থান রয়্যালসের অন্যতম মালিক শিল্পা শেঠির টুইট।
চেন্নাইয়ের অশ্বিনের টুইটটি একজন বোলারে দৃষ্টিকোণ থেকে করা। ‘গেইলে ইনিংস নিয়ে টুইট করতে পেরে সবাই খুশি। কিন্তু একজন বোলারের দৃষ্টিকোণ থেকে আমার মনে হয়েছে, এ ক্ষেত্রে বোলিং মেশিন একটি বিকল্প হতে পারত।
’
গেইল মানুষ নয়, যেন সুনামিমিশ্রিত নিউক্লিয়ার বোমা—ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ড্যারেন স্যামির টুইট।
চিপকে আছেন চেন্নাইয়ে সুরেশ রায়না। তাঁর টুইটটি এমন, ‘এইমাত্র একটি বল চিপকে এসে পড়ল। এটা কি চিন্নাস্বামী স্টেডিয়াম থেকে এল। ’ গেইলের দু-একটি বল মাঠের সীমানা আছড়ে স্টেডিয়ামের বাইরে পড়েছে।
এ জন্যই বোধ হয় রায়নার এমন টুইট। ডেল স্টেইনের টুইট, ‘ধন্যবাদ গেইল। ’
-------প্রথম আলো থেকে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।