কিছু মুভি দেখে নিজের অজান্তেই চোখে পানি চলে আসে, কিছুতেই নিজেকে ধরে রাখা যায় না। হৃদয়কে নাড়া দেয়া, অশ্রুর বাঁধ ভেঙ্গে দেয়া এইরকম অসাধারণ একটি মুভি হল Hachi। সত্যি বলছি, মুভিটা দেখার শেষে কিছুতেই চোখের পানি ধরে রাখতে পারি নি। দেখার পর মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিলো। প্রকৃত নিঃস্বার্থ ভালবাসা আসলেই কি, এই মুভিটা দেখার পরে এই প্রশ্নের উত্তর আপনাকে আর খুঁজতে হবে না।
মুভির কাহিনী সংক্ষেপঃ প্রফেসর পার্কার নামে মধ্য বয়স্ক এক ভদ্রলোক ট্রেন স্টেশনে একটি ছোট কুকুরের বাচ্চা খুঁজে পায়। বাচ্চাটিকে বাঁচানোর জন্য এবং এর প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেয়ার জন্য প্রফেসর ওকে বাসায় আনে। কুকুরটিকে নিতে কেউ আর আসে না। কুকুরটি তাদের পরিবারের সাথেই থাকতে শুরু করে। পরিবারের একজন সংগী হয়ে উঠে সে।
মিশে যায় সুখ-দু:খের নানা ঘটনার সাথে।
জাপানের সত্য একটি ঘটনা অবলম্বনে এই মুভিটি তৈরি হয় ২০০৯সালে। ১৯২৫ সালে জাপানের প্রকৃত সেই ঘটনায়, টোকিও ইউনিভার্সিটির একজন প্রফেসর ডঃ হিদসাবিউরো ইউনোর একটি পোষা কুকুর ছিল, যার নাম ছিল হাচিকো। প্রফেসরের জীবনকালে, প্রতিদিন এই হাচিকো রেল স্টেশনে তাঁর মাস্টার, তাঁর প্রভু প্রফেসরের জন্য অপেক্ষা করতো। হাচিকোর অপেক্ষা এবং স্টেশনে তাঁর প্রভুর সাথে মিলিত হওয়া একটা ডেইলি রুটিন হয়ে উঠেছিলো দুজনের জন্য।
১৯২৪-১৯২৫ পুরো সময়টা এই প্রভুভক্ত কুকুর দিনের শেষে স্টেশনে তার মনিবের সাথে মিলিত হত, যার জন্য সারাটা দিন সে এই স্টেশনে অপেক্ষা করতো। ১৯২৫ এ সেরেব্রাল হেমরেজে এই প্রফেসরের মৃত্যু হলে তার কখনই আর আসা হয়না এই স্টেশনে! বেচারা হাচিকো, যে জানতে পারে নি তার মনিবের মৃত্যুর কথা! পরদিন থেকে হাচিকো প্রতিদিন অপেক্ষা করতো তার মনিবের জন্য, কখন এসে মনিব তার, কোলে তুলে তাকে একটু আদর করবে, জড়িয়ে ধরবে আর কখন সে মনিবকে একটু দেখতে পাবে! একদিন দুদিন নয়, সুদীর্ঘ নয় টি বছর এই অবলা, বাকশক্তি হীন কুকুরটি অপেক্ষা করেছে তার মনিবের জন্য! একথা খুব সত্যি এই অবলা জীবটির, এই বাকশক্তি হীন কুকুরটির তার মনিবের প্রতি যে নিঃস্বার্থ ভালবাসা, আর সুদীর্ঘ অপেক্ষা, কোনো মানুষের মধ্যে তা এ যুগে খুঁজতে যাওয়া নিতান্তই বোকামি। কুকুর হয়েও যদি হাচিকো পারে এরকম ভালবাসতে, তার ভালবাসার মনিব, তার প্রভুর জন্য দীর্ঘ দিন অপেক্ষা করতে; মানুষ হয়ে আমরা কি পারি না অন্য মানুষদেরকে এভাবে নিঃস্বার্থভাবে ভালবাসতে? যারা এখনও দেখেননি তাদের বলছি, দেখে ফেলুন এই অসামান্য মুভিটি, একটু হলেও আপনার ভেতর থেকে একটা ভালো মানুষ বের করে আনবে এই মুভিটি ! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।