আমাদের কথা খুঁজে নিন

   

স্টারলাইট সিগারেট এবং আমিX

পুলাডা আমি বহুত সাধারন কইলাম। https://www.facebook.com/zubayer.dider ঘুরতে বের হয়েছি রাস্তা দিয়ে হাটছি একটু পরেই বাসা থেকে পাশের রুমের বড় ভাইয়ের ফোন। বড়ভাইঃ হ্যালো আমিঃ জী ভাইয়া বলেন। বড়ভাইঃ তোমাকে একটা কথা বলব ভাইয়া কিছু মনে কইরো না আমিঃ আচ্ছা বলেন ভাইয়া আমি আর কি মনে করব। বড়ভাইঃ বাসায় ফেরার সময় ভাঙটি টাকা থাকলে দুই টা স্টারলাইট নিয়ে এস।

আমিঃ ও ভাই এই কথা ,আচ্ছা ঠিক আছে। ফোন রাইখা দিলাম। ঘুরা ফিরা শেষ হবার পর এখন বাসায় ফেরার পালা। ভাইয়ার স্টারলাইট এর কথা মনে পড়ল কিন্তু হায় হায় স্টার লাইট জিনিসটা কি হেইডাইত জিগায়লাম না। ফোন দেওয়ার জন্য মোবাইল বের করলাম কিন্তু পোড়া কপাল ব্যালেন্স নাই।

এইবার ভাবলাম স্টারলাইট কি হইতে পারে। সেইদিন দেখলাম ভাইয়ার টিভির রিমোটের ব্যাটারি শেষ, তাইলে কি সানলাইট ব্যাটারির মত স্টারলাইট ও কি কোন ব্যাটারির কম্পানির নাম (মনে মনে ভাবলাম বাঃ আমার দেখতাছি বহুত বুদ্ধি) আবার মনে হইল বুয়া খালি ম্যাচ হারায় ফেলে তাইলে কি উনি আমারে গ্যাস লাইট কিনে নিতে বলল। আর গ্যাস লাইটের কম্পানির নাম স্টারলাইট এমন হইতেও পারে। নানা জল্পনা কল্পনার পর ভাবলাম না, ভাইয়া যেহুতু ২ টা স্টারলাইট নিতে বলছে তাইলে এটা রিমোটের ব্যাটারই হবে( বাঃ বাঃ মাথায় দেখতাছি আমার হেবি বুদ্ধি) মটামটি ১৫ টা দোকান ঘুরলাম, কিন্তু স্টারলাইট ব্যাটারি কোঁথাও নাই, অবসেশে সানলাইট কিনে নিয়া গেলাম। এখন কি করার বাসায় গিয়া ভাইয়ারে বললাম ভাইয়া স্টারলাইট ব্যাটারি ভাল না, আর এইটা ব্যাবহার কইরা বহুত লোকের রিমট,রেডিও ,এমনকি টিভিও নস্ট হইয়া গেছে(চাপা মারছি) ভাইয়া আমার কথা শুইনা আরেকটু হইলে মাথা ঘুইরা পইরা জাইত আরে বলদ তমারে কইছি স্টার লাইট সিগারেট আনতে! আর তুমি আনছ ব্যাটারি!!!!!! আমিঃভাইয়া আমি আমার মুক্ত চিন্তার বিকাশ ঘটিয়েছি।

ভাইয়াঃ তুমি একটা বলদ সিগারেট না চিনার কারনে হইলাম বলদ, হায়রে ক্যান যে জীবনে সিগারেট খাইলাম না। মোরালঃ সব জায়গায় মুক্ত চিন্তার বিকাশ ঘটানো ভাল না ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.