আমাদের কথা খুঁজে নিন

   

আত্মতৃপ্তির এই মদিরা পানের শেষ কোথায়?

হিমালয়ের চূড়াটা হয়তো অনেক দূরে, প্রশান্তের তলাটাও রয়ে যাবে অধরা, মোনালিসা হাসির রহস্যভারে কুপোকাত অসহায় এই মুসাফির, প্রেয়সীর কাজল কালো চোখের মহাত্মের লোকালয়টাও দুর্বোধ্য। ইউকেলিপটাসের ডগা অদেখা এক মহাশ্মশানের গল্পের মতই, সাহারার অথৈ বালুচরের অন্ত যে কোথায়…! পাখিটির বাসার খোঁজ আজও পেলাম না, মরিচিকাটিরে কত খুঁচিয়েছি!! তার ইয়ত্তা নেই… পায়ের বেড়িগুলো শক্তভাবে সেঁটে বসছে, চোখগুলো বিভোরের অমানিসায় ক্লান্ত, আত্মতৃপ্তির মদিরা পানে মস্তাকবরণে ‘অলস বসন্তের’ বিপ্লব। জীবনবোধে নির্লিপ্তিতার চাবিগোছা আজ হাতে হাতে! ভেড়ার পালেরা যেন চোখবুজে ঘাস চিবুচ্ছে, বানরগুলো কেন জানি বড্ড ভদ্দর!! বাঘের হিংস্রতা আজ লেজগুটানো শেয়ালগুলোর দখলে, সিংহগুলো গর্জনভুলে পুরোনো হাড় মুখে লেজ নাড়ছে। হায়! মাদকাসক্ত এই জাতির গোগ্রাসে গেলা থামাবে কে! শয়তানের অট্রহাসি যেন কারো দেমাগকে ভঙুর করে দিচ্ছে……. দূরে বহু দূরে….. পুরোটা হয়তো শেষ!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।