ফেরার পথে দেখা, আর রব না একা কেস স্টাডি-১:
মিজানুর রহান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পড়ছেন। ফিরছিলেন রেলপথে ঢাকা থেকে চট্টগ্রামে। অনেক কষ্টে পেয়েছেন ট্রেন টিকেট। ট্রেনে বসে দেখেন পাশের সিটে বসা মেয়েটির হাতে একটি প্রশ্ন।
পরিচয় শেষে জানলো সেও এসেছে ঢাকায় জাতীয় রাজস্ব বোর্ডে চাকরির লিখিত পরীক্ষা দিতে। প্রায় দুই হাজার টাকা খরচ সাথে ভ্রমণ কষ্ট তো আছেই। পরীক্ষা ভালোই হলো, আশাবাদী অন্তত লিখিত টিকবে। পাশেই আর ও দুইটি ছেলে জোরসে গালি দিয়ে চৌদ্দগোষ্ঠী উদ্ধার করছে শেখ হাসিনা ও আওয়ামীলীগ সরকারের। তাদের উদ্ধত কণ্ঠস্বর ও ক্ষোভের কথা শুনে বুঝা গেল প্রশ্ন ফাঁস হয়েছে NBR এর নিয়োগ পরীক্ষার।
অল্পক্ষণেই মলিন হলো মিজান ও মেয়েটির আশান্বিত মুখ। না এবার ও হলো না। ট্রেনের অন্যান্য যাত্রীরা কেউ নীতিকথা ছাড়ল, কেউ জানাল সমবেদনা, কেউ বা লিপ্ত হল সরকারের সমালোচনায়। জানালার বাইরে তাকিয়ে মিজান ভাবলো যে দুই হাজার টাকা ধার করে ঢাকায় পরীক্ষা দিতে আসলো তা ফেরত দিতে হবে এ সপ্তাহেই। অথচ টিউশনির টাকা পেতে আরও দুই সপ্তাহ।
বাড়ীতেও টাকার জন্য বলার অবস্থা নেই। এবার মেয়েটির দিকে তাকাতেই কৃত্রিম হাসির চেষ্টা করল দুজনেই। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।