আমাদের কথা খুঁজে নিন

   

নাশিদ কে খোলা চিঠি

মনের সব স্বপ্নগুলো একদিন বাস্তব হয়ে ধরা দেবে, আমি সেই বিশ্বাসে বিশ্বাসী। প্রিয় নাশিদ, আজ যখন তকে লিখতে বসেছি তখনও তোর প্রতি আমার ভালোবাসার বিন্দুমাত্র কমতি ছিল না। কিন্তু তারপরেও তোকে এই কথাগুলা লিখতে হচ্ছে। আমি জানি তোর মননশীলতা অনেক পরিণত, তারপরেও আমার ভয় হচ্ছে তুই যদি আমাকে ভুল বুঝিস। আশাকরি তুই তা করবি না।

তোর সাথে যখন আমার প্রথম কথা হয় তখন তোর কাছে আমি ছিলাম নিতান্ত অপরিচিত একজন। কিন্তু ধীরে ধীরে পরিস্থিতির পরিবর্তন হয়। অনেক চড়াই উত্রাই পেরিয়ে এক সকালে আবিস্কার করলাম তুই আমার সবচেয়ে আপন। সেই সময়কার অনুভুতিগুলো আজও আমাকে শিহরিত করে। আমার প্রতি তোর যে ভালোবাসা তা এখনও আমাকে পুলকিত করে।

এই অভাজনের প্রতি তোর মমতাময়ী হাত যেভাবে প্রসারিত করেছিস, পরম করুনাময় যেন তোকে তার ১০ গুন বেশি ফেরত দেয়। তোকে নিয়ে মন্তব্য করার কোন যোগ্যতাই আমার নেই। তারপরেও যদি বলতে হয় “ অকৃতি অধম জেনেও তো তুমি কম করে কিছু দাও নি দিয়েছ যখন অযোগ্য মনে করে ফেরিয়েও তো কিছু নাও নি। ” কিন্তু নাশিদ, আজ কেন জানি মনে হয় আমি তোর প্রতি যথাযোগ্য আচারন করতে পারছি না। আর পারব বলেও মনে হচ্ছে না।

তার থেকে মনে হয় একা থাকাইতো আমার জন্য শ্রেয়। কারন এমন ভালোবাসা কে বুঝার মত জ্ঞান সৃষ্টিকর্তা আমাকে দেয়নি। বরং যখন আকাশ ভেঙ্গে জ্যোৎস্না নামবে তখন মহাকালের পথে হেটে বেড়াব, কোন পিছুটান থাকবে না। থাকবে শুধু বেদনার্ত ভালোলাগা। থাকবে না কোন প্রত্যাশার চাপ।

তোর ভালোবাসায় আজ আমি বড় ক্লান্ত। মনে হয় যদি একটুখানি একা থাকতে পারতাম। তাহলে হয়তোবা নিজেকে ফিরে পেতাম বেদনাভরা সমীরণে। অরন্য রোদনে ভাসিয়ে দিতাম নিজেকে। কিন্তু এটা কতটা সম্ভব তা জানি না।

যাইহোক অনেক কিছু লিখে ফেললাম। জানি না তুই কিভাবে নিবি? ভালো থাকিস তুই......... তোর......... আমি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।