আমাদের কথা খুঁজে নিন

   

'Talk It' Funny সফটওয়্যার এটার মাধ্যমে কম্পু আপনার লেখা Text পড়ে শোনাবে:-*

> । এটির সাথে আপনারা অনেকেই হইত পরিচিত তবে যারা এখনো পরিচিত হননি বা সফটওয়্যারটি Collection এ নাই তাদের জন্যেই এই পোস্টটি। এর টেক্সট ইনপুট প্যানেলে যা ইচ্ছা লিখুন তারপর Talk It বাটন প্রেস করুন দেখুন কম্পু আপনার লেখা টেক্সট টি পড়ে শোনাচ্ছে:-*। আপনি ইচ্ছা করলে অন্য টেক্সট কপি পেস্ট করেও শুনতে পারেন। বন্ধুদের সাথে মজা করতে পারবেন।

তার বেপারে কোন টেক্সট লিখে Talk It বাটন চাপুন আর মজা দেখুন। কম্পু তাকে নিয়ে কথা বলছে এটা দেখে সে টাসকি খেয়ে যাবে:-*। সফটওয়্যারটিতে অনেক অপশন আছে এগুলা নিয়ে র বলছি না, নিজেই গুতাই শিখে নিয়েন। সফটওয়্যারটি মাত্র ৩৮০KB এর এখানে ক্লিক করে ডাউনলোড করে নিন। ডাউনলোড শেষে সফটওয়্যারটিতে ডাবল ক্লিক করলেই রান হয়ে যাবে।

এটি আমার কম্পুতে এক কোনাই পড়ে ছিলো। তখন আমি Windows 98 ব্যবহার করতাম B:-) :``>> / । ভাবলাম আগেকার সৃতি Share করি। এরকম আরও মজার সফটস আছে যেমনঃ পিয়ানো, গিটার, Animated Paint it ইত্যাদি ইত্যাদি আপনাদের ভালো লাগলে পরবর্তীতে পোস্ট করব...। :``>> :`> মন্তব্য দিতে ভুলবেন না কিন্তু।

ধন্যবাদ.. ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।