এ এক আশ্চর্য সময়... যখন আশ্চর্য বলে কিছু নেই... প্রশ্নঃ স্বাগত জানাচ্ছি আজকের কথোপকথনে। কেমন আছেন?
ঈশ্বরঃ ভাল আছি। আমি সদা আনন্দময়। আমি সবসময় ভাল থাকি।
প্রশ্নঃ সে কি? চারিদিকে এত মৃত্যু, এসব দেখেও আপনি ভাল আছেন?
ঈশ্বরঃ এগুলো তো তোমাদের তৈরি মৃত্যু।
এসবে তো আমার কোন যোগ নেই।
প্রশ্নঃ কিন্তু সবই তো আপনার ইচ্ছায় হয়...
ঈশ্বরঃ নিশ্চয়। কিন্তু তুমিই তো আমি। আমি তো তোমাদের মাঝেই ব্যাপ্ত। উপরের দিকে তাকিয়ে আমাকে না খুঁজে নিজের মাঝে দেখো।
সেই আমি।
প্রশ্নঃ সমসাময়িক কিছু বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে চাই। আপনার আশা করি কোন আপত্তি নেই।
ঈশ্বরঃ প্রশ্ন টা তুমি নিজেকেই নিজে করছ... তোমার আপত্তি না থাকলে আমার থাকবে কেন?
প্রশ্নঃ সাভারের এই নির্মম হত্যাকাণ্ড... এত অসহায় মৃত্যু... এটা নিয়ে কিছু বলবেন?
ঈশ্বরঃ তুমি একটা গাছ লাগিয়েছ। সেখানে দিনের পর দিন বিষ ঢেলেছ।
আজ সেই গাছ মহীরুহ। সেখানে জন্মেছে বিষফল। তুমি জান বলে, কিংবা তোমার অন্য কোথাও থেকে ফল কিনে খাবার ক্ষমতা আছে বলে তুমি সেই ফল খাওনা। কিন্তু যে অবোধ শিশুরা, দরিদ্র মানুষেরা, শ্রান্ত পথিকেরা কিংবা পাখি,পতঙ্গ বা পশুরা সেই ফল না জেনে বা বাধ্য হয়ে খায়। তাদের মৃত্যু তো অনিবার্য।
তবে তুমিও বাঁচবে না। কারন অন্য কেউ অন্য কোথাও অন্য বিষ বৃক্ষ পালন করছে। একদিন সেই ফল তোমার বা তোমার সন্তানের কাছেও এসে পৌঁছবে।
প্রশ্নঃ আরেকটু খোলাসা করে বলবেন?
ঈশ্বরঃ না। তুমি ভুলে যাচ্ছ আমার যেটুকু জাগতিক সত্ত্বা সেটুকুর নাম মানুষ।
আর বাকিটুকু আমার ঈশ্বর অংশ। তোমাদের মাঝে যারা শিল্পী ও সাধক তারা আমার সেই অংশের কিছুটা ধারন করে।
প্রশ্নঃ আমাদের সময় প্রায় শেষের দিকে। আপনার বাংলাদেশ নিয়ে কোন একটা ভাল লাগার কথা শুনতে শুনতে আজকের অনুষ্ঠান শেষ করতে চাই।
ঈশ্বরঃ আমার খুব ভাল লাগছে যখন দেখলাম তোমরা এক হতে শিখেছ।
এবং এক হয়ে নিজেদের দাবী আদায় করতে চাইছ। এত বছর ধরে তোমরা যখন ধীরে ধীরে শুধু মেনে নিতে অভ্যস্ত হয়ে যাচ্ছিলে আমিও নিস্তেজ থেকে নিস্তেজতর হয়ে যাচ্ছিলাম। হঠাৎ তোমাদের জেগে ওঠায় আমিও ফিরে পেয়েছি আমার জ্যোতি। আবার হঠাৎ দেখলাম আস্তিক নাস্তিক ধর্ম বিভিন্ন বিভেদ তুলে আমাকে তোমরা টুকরো টুকরো করতে শুরু করলে। আমি মৃতপ্রায় হয়ে গিয়েছিলাম।
কিন্তু সাভারে যখন তোমাদের সবার দেয়া রক্ত আমার শিকড়ে এসে পৌঁছুল আমি আবার বেঁচে উঠলাম। তোমরা নিজেদের মেরো না। তাহলে আমাকেই মারবে। তুমিই আমি। আমিই তুমি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।