তুই কি জানিস কালা?
কি দুঃসহ জ্বালা!
বইতে এই তরী খানা।
অকূল পাথারের মধ্যে;
কি ভয়ানক যুদ্ধে!
ঘটবে সৌভাগ্যের ঘটনা।
উন্মুখ হয়ে আছি' অপার,
খুলবে কভু কি দ্বার' ভালবাসার।
কি আশাতে থাকবো আমি?
সন্ধ্যার বর্ণহীন রং;
কাঠিন্যের বাইরে আমি সং,
কভু কি ধরা দেবে বাহুডোরে' অন্তর্যামী।
ঠিক আছে তবে!
তার বিহনে ভবে,
উল্টো যাত্রাই চালু থাক।
যন্ত্রণার মন্ত্রণা যবে শুরু।
সম্মুখ পথ হোক ভীরু।
চেতনাটাই লোপ পাক।
পরীক্ষা নিরীক্ষার গিনিপিগ।
অকৃতকার্যতায়ও দাও ধিক।
ও খোঁদা আর কত?
অনেক হল বাদ দাও;
আমায় না হয় তুলেই নাও,
পেছন পানের ভালোলাগাটাও মুছে দাও' আছে যত। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।