আমাদের কথা খুঁজে নিন

   

অকূল ভাসান



কি করে ঠেকাবে বলো এই অমোঘ নিয়তি ! তুমিতো বেহুলা নও ? শ্রাবণ উজান ঠেলে ফিরিয়ে আনবে প্রাণ ইন্দ্রসভা থেকে শিল্পের নন্দনে ভুলাবে দেবতা দৃষ্টি। বিনোদিত দেবরাজ মুখোমুখি আজ সংগ্রামী স্মরণ সভার। তথাপি তোমার দৃষ্টির দ্রাঘিমা জুড়ে প্রার্থিত থাকে আমার মঙ্গল। প্রাণের পিপাসা জুড়ে অঝোর আষাঢ় ঝরে কি করে বাধঁবে বলো লোহার বাসরে। তাই জলের প্রয়াগে যাই আর পাই সাপের প্রণয় ! নীলকণ্ঠী সাড়া মিলে এপাড়া ওপাড়া কড়া নাড়ে ’আমাদের অন্তর্গত রক্তের ভিতরে’ অকূল উজানে প্রাণ ভাসান যাবে বলে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।