আমাদের কথা খুঁজে নিন

   

লুলে লুলায়িত লুঙ্গি

তরুণদের ভাল কিছু করার আকাঙ্খা যখন তারনা দেয়, একটা দেশ তখনই অগ্রসর হয়। আমরা মোটামোটি সবাই জানি লুঙ্গি নিয়ে ঘটে যাওয়া বারিধারার ঘটনা। আমাদের রিক্সাওলা ভাইরা বারিধারাতে লুঙ্গি পরে রিক্সা চালাতে পারবেন না। ওই দিন সংবাদটা শুনে আমার এক খালুত চাচার কাহিনী মনে পরে গেলো। ভাবতেছিলাম শেয়ার করবো কিন্তু করা হয়ে উঠে নাই।

এইটা আসলে আমার সেই চাচা আর তার ভাগিনাকে নিয়ে লুঙ্গি নিয়ে লুলায়িত একটা ঘটনা। ঘটনাটা কোন এক শীতের রাতের। আমার সেই চাচার বাসা ভর্তি মেহমান। তার তিনি আর তার অতি-আদরের ভাগিনা এক সাথে রাতে নিচে বিছানা পেড়ে একটা কম্বল নিয়ে শুতে গেলেন। মামু ভাগিনা যেখানে বিপদ যেন সেখানেই।

তারা শুলেন, ঘুমিয়ে পরলেন। সবই ঠিক ছিলো। সমস্যা হলো সকালে। সকালে ইয়া-ভাইয়া [নামটা নিলাম না ] আগে উঠলেন, তখন আমার সেই চাচা চিল্লান দিয়া উঠলেন, কিরে তুই আমার লুঙ্গি পরছোস কেন? সাথে সাথে ভাইয়া সহ আসে পাশের সবাই চাইয়া দেখেন, আসলেই তো ভাইয়াতো তার মামার লুঙ্গি পরে আছেন। এমন সময় ভাইয়া কিছু বুঝে উঠার আগেই আমার চাচী [ওই চাচার স্ত্রী] কম্বল তুলতে গেলে, আমার চাচা চিল্লান দিয়ে বাঁধা দেন, দাড়াও আগে আমি কিছু পইরা নেই।

আসলে এই কারণে আমিও লুঙ্গি পছন্দ করি না। ঘুমের পর আমার লুঙ্গির উত্তর দক্ষিণ ঠিক থাকে না। শুভ রাত্রি। সবাই লুঙ্গি ভালো করে বেঁধে ঘুমাবেন, আর বিবাহিত রা .। .।

.। .। । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।