আমাদের কথা খুঁজে নিন

   

ছন্দ সরস্বতী

ঊষর মরুর ধূষর বুকে একটি যদি শহর গড় , একটি হৃদয় সুখী করা তাহার চাইতে অনেক বড় । অসত্য যা রইলো পরে সত্য হল উধাও ভোরের যে রবি হাসতো দোরে আজ বল সে কোথায়! অশ্রু জলে নিভে গেলো কেন মঙ্গল দ্বীপ শিখা মধ্য গগনে স্তব্দ রাতে জীবনের হার দেখা! দুর্দিন রাতে বেদনা শিখার আশার প্রদীপ জেলে কারে খুজে ফিরি রাতের আকাশে সব পদাঘাত ভুলে! বার বার কেন দ্বীপ নিভে যায় জ্বালি কি আশায় আবার কি ধন খুজি রাতের আকাশে হয়ে যে দীপান্বিতা! কি দেবো আর, কি নেবে বল নাই কিছু যে বাকি চিতা থেকে নাও দু মুঠো ছাই তার মাঝে না হয় থাকি! ঝলসে গেছে দু’চোখ আমার শূন্য মানের কোঠা গঙ্গা সলীলে দিয়ে এসো মোরে মৃত্যুর ঘনঘটা! যুগে যুগে কেন বক্রগতিতে ঘুরছি অবিরত আজ পাই যারে কালের শীর্ষে কাল কেন পদানত! এ কে গো আমি, চেনো কি মোরে আমি কি গো সেই সাথী সত্য মনের, ছন্দে ভাসা ছন্দ সরস্বতী !!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।