হে ছন্দ! ধরা দাও, এই শব্দ দলে,
বিস্মৃতির অতল গহবর ছেড়ে,
হাঁট এই আলোকিত ছায়া তলে।।
কেন উদাস,বিরক্ত অলস সময়ে,
কেউ কি নাই?মাতে তোমার অদ্ভুত শব্দ জালে?
বিদগ্ধ হ্রদয় পড়ে আছে হেথা,
তোমার আশায় পথ চেয়ে আছে,
তৃষিত হ্রদয় মৃত প্রায় সুর,
জাগিবে আবার, ডাক আসিয়াছে।।
মরু বুকে সজল ধারা,
বহাও তুমি শব্দ স্রোতে,
প্লাবিত এই পলি জমি
মাতুক আবার প্রান সবুজেতে।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।