আমাদের কথা খুঁজে নিন

   

মেঘলা আকাশ বৃষ্টি !!

যদি ভালবাসা দাও ঠিক করে নিব জীবনের ভুল গুলো যদি ভালবাসা দাও তোমায় নিয়ে যাব সাত সমুদ্র তের নদীর ওপার সেই খানে হবে আমাদের ভালবাসার ঘর । আজ সকালটা কেমন ছিলো ? কে জানে কেমন ছিলো ? সকাল আবার কেমন হবে ? আজ কি কোনো বিশেষ দিবস যে সকালটা ভিন্নতর হবে ? মোটেও আজ কোনো বিশেষ দিবস না। তারপরেও কিছু অমৌলিক জিজ্ঞাসু দাপাদাপি করে বেরাচ্ছিলো পুরো মনজুড়ে। যেমন আজ সকালে কি কাকগুলো কা কা করে উড়ে গিয়েছিলো নাকি ঐ গল্লির নেরি কুকুরটা প্রতিদিনকার মতো আজো কুৎসিত আও্য়াজ তুলে তেড়ে গিয়েছিলো লোলুভ দৃষ্টি নিয়ে ঐ আগত কুকুরিটার দিকে। আরে আমি এইসব কি ভাবছি ? আধোশোয়া হয়ে বসলাম।

ঘড়িতে চোখ রেখে আমার চমকানোর কথা কিন্তু আমি মোটেও চমকালাম না। দুপুর দুইটা বেজে পনেরো মিনিট। অথচ আমার চমকানোর যথেষ্ঠই কারন ছিলো। যেমন- কারন ১ - আমি আমার জীবনে কখনই এতো লম্বা ঘুম ঘুমাইনি। কারন ২ - কেউই আমাকে ডেকে তুলেনি।

কারন ৩ - আর কিছুই মনে পরছিলো না। ইদানিং আমার কি হয়েছে কে জানে কিছুতেই আর আগের মত চমকাই না। যেমন সেদিন খাবার টেবিলে আম্মু বললো তোর মজিদ মামা মারা গেছে। আমি শুনে বললাম কুত্তা মরা মরছে নাকি স্বাভাবিক মরা মরছে ? কুত্তা মরা মরছে মানে কি ? আম্মু আগুন দৃষ্টি দিয়ে প্রশ্ন করলো। মানে তেমন কিছুই না।

কুওা মরা মানে যে অনেক কষ্ট শয়ে মরে আর স্বাভাবিক মরা মানে যে অবধারিতভাবেই পটল তোলে। আমার ব্যাখ্যা শুনে তাকে জারপরানই ব্যাথিত মনে হল। সে চোখ মুছতে মুছতে অন্য রুমে চলে গেলো। অথচ আমি কখোনই এমনটা ছিলাম না। ইদানিং কেনো জানি আমার হিমু হতে বড্ড ইচ্ছে করছে।

আজ আকাশটা মেঘাছন্ন কিন্ত অদ্ভূত তার সোন্দর্য। আমার শ্রীকান্তের গানটাই বারবার মনে পড়ছে '' আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি, তোমাকে দিলাম '' কিন্তু কোনোভাবেই দুই লাইনের বেশী মনে করতে পারলাম না। অবশ্য তাতে কোনোই সমস্যা নাই। আমি মেঘ বিলাসের জন্য আরাম করে বসলাম। আচ্ছা মেঘের রং কি ? কে যেন তখন ডেকে উঠলো আরশাদ উঠবিনা ঘুম থেকে ? না, আজ আমি উঠবোনা।

একদিন সবকিছু থেকে দূরে থাকলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে ? আজ আমি মেঘ বিলাশ করবো.... ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।