অপূর্ণতার মাঝে পূর্ণতা খুঁজি,এসো নতুন করে জীবনের মানে বুঝি....
রিম ঝিম রিম ঝিম তালেতে
বৃষ্টি পড়ে মিষ্টি করে
দুষ্টু মেয়ে নাচরে।
খোপায় দেবো কদম ফুল
কানে দেবো বেলীর দুল
মেঘলা মেয়ে পেখম খুল।
গলায় পড়ো বকুল মালা
হাতে দিয়ো টগর বালা
জমবে আজ মেঘলা বেলা।
নুপুর বাজুক চপল পায়ে
বিছা সাজুক গন্ধরাজে
থাকবে তুমি মেঘলা সাজে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।