মানুষ এগিয়ে যায় অন্য সময়ে আকাশ বদলে যায় অন্য আকাশে মেঘলা আমি বেশ করে করে আমেজে স্বপ্ন বিভোর আমাকে জাগিয়ে তুললাম জলের ঝাপটায় প্রফুল্ল হয়ে উঠলো মন বেশ কায়দা করেই গুটিয়ে রাখলাম রজনীর যত ক্লান্তি প্যাকিং টা তো দারুণ হয়েছে ! মনে মনে তৃপ্তির হাসি এখন বদ্ধ কুটির থেকে বাইরে যাবার পালা শরৎ নাকি বসন্ত ? কোন রঙে সাজাবো আমায় ? কিছু না ভেবেই বৃষ্টি ভেজা সবুজ ধান ক্ষেত গায়ে জড়িয়ে নিলাম আারো তৃপ্তির হাসি এবার কিন্তু আর মনে মনে নয় কেউ শুনতে পেলো কি ? শুনলোই বা তাতে আমার কি ? আমি আজ সকল বাঁধন হারা অজানা এক সুখের রাজ্যে ভাসছি আমি সত্যি কি অজানা কেন অযথা এসব ভেবে সময় নষ্ট করছি ? আমার যে ভীষণ তাড়া , বেরুতে হবে কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা মন আপন মনেই গেয়ে উঠলো । দুয়ার খুলেই চমকে উঠলাম একি আকাশের এত মন খারাপ কেন ! ওর মেঘলা মনের ছায়া যে খুব সহজেই আমাকে ঘিরে ফেলল মুক্ত আমি নিমেষেই বন্দি হলাম বৃষ্টি ফোটায়
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।