আমাদের কথা খুঁজে নিন

   

বাঙ্গলী

আমি মুক্ত মনের মানুষ .।.।.। বাঙ্গলী বলে বাঙলা মোর ভাষা বলতে কি নেই তো বাঁধন যখন তখন বলা- কওয়া ঝগড়া বিবাদ খাওয়া-দাওয়া বাঙ্গলী বলে নেইকো শাশন নেই কো মোদের আঁচল বাঁধন নেই তো কোন ভয়-ডর নেই তো কোন ইছে বারণ। বাঙ্গলী বলে করছি মোরা নিজেদেরই অক্কা সাধন বিজিনেস নিয়ে খেলছি মোরা মারছি মোরা ফোর সিক্স। আমরা বলে ম্যাচ ফিক্সিং করছি বলে উঠেযে রব অ্যাশ বাবা পড়েছে আজিই বলে কিনা সে কি কাজী। হন্ত-দন্ত হয়েছে যে আজ হাজির হবে কোর্টে যে আজ হতে হবে শাস্তি তোমার এই না হলে বলে আমায় বাঙ্গলীরই বাঙ্গলী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।