আমাদের কথা খুঁজে নিন

   

টিকফা চুক্তি চূড়ান্ত

বেপোয়া মানুষ -----------------------------------------------------------------------------------=====================================================যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা চুক্তি হচ্ছে। এ চুক্তির প্রস্তাব ১৭ জুন ২০১৩ সোমবার মন্ত্রিসভায় অনুমোদন লাভ করেছে। ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে এ চুক্তিটি স্বাক্ষরে আর কোন বাধা নেই। এখন যে কোন সময় দুই দেশের মধ্যে দীর্ঘ কাঙ্খিত এ চুক্তিটি স্বাক্ষর হতে পারে। বাণিজ্য বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে টিকফা স্বাক্ষরের প্রস্তাব এমন এক সময়ে অনুমোদন হলো যখন আমেরিকার বাজারে বাংলাদেশের জিএসপি সুবিধা বাতিল হওয়ার উপক্রম হয়েছে।

জিএসপির সঙ্গে এ চুক্তির সরাসরি কোন সম্পর্ক না থাকলেও দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদার হলে জিএসপিতে এর ইতিবাচক প্রভাব পড়বে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে, এ চুক্তি হলে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ এবং যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশী পণ্য রফতানি কয়েকগুণ বাড়বে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের বাজারে প্রধান বাংলাদেশী রফতানি পণ্য তৈরি পোশাকের শুল্কমুক্ত প্রবেশাধিকার প্রাপ্তির পথ সুগম হবে। স্বল্পোন্নত দেশ হওয়ার পরও টিকফা চুক্তি না হওয়ার কারণে মূলত বাংলাদেশ এ সুবিধাটি পাচ্ছিল না। ১৭ জুন ২০১৩ তারিখে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে চুক্তিটির নামে দুটি পরিবর্তন এনে টিকফার খসড়া অনুমোদন করা হয়।

মূল নামের সঙ্গে কোপারেশন যুক্ত করে ফ্রেমওয়ার্ক শব্দের পরিবর্তে ফোরাম শব্দ সংযোজন করা হয়। এতে অনুমোদিত খসড়া চুক্তির নাম দাঁড়ায় ‘ট্রেড এ্যান্ড ইনভেস্টমেন্ট কোপারেশন ফোরাম এগ্রিমেন্ট’ (টিকফা)। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, এ চুক্তি হওয়ার পর ব্যবসা ও বিনিয়োগের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের একতরফা সিদ্ধান্ত গ্রহণের সুযোগ ‘সঙ্কুচিত হবে’। এতদিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের দরকষাকষির কোন সুযোগ ছিল না। এখন এই চুক্তি হলে দেশটির সঙ্গে আমাদের দরকষাকষির সুযোগ তৈরি হবে।

চুক্তি হওয়ার পর এ ফোরামে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কে নিয়মিত আলোচনা হবে। বাংলাদেশের পক্ষে বাণিজ্য মন্ত্রণালয় এবং যুক্তরাষ্ট্রের ইউএসটিআর বছরে অন্তত একবার বৈঠকে বসবে। চুক্তির খসড়ায় মোট ১৬টি অনুচ্ছেদ ও সাতটি আর্টিকেল রয়েছে। এই চুক্তি স্বাক্ষরিত হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে নিয়মিত আলোচনার সুযোগ সৃষ্টি হবে। ফলে বাংলাদেশ অর্থনৈতিক দিক দিয়ে লাভবান হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।