মোবাইল যখন আমাদের নিত্যসঙ্গী তখন তা নিয়ে ছোট-বড় নানান তথ্য নিয়ে হাজির হব সবসময়। বর্তমান বাজার , ফিচার, গেইমস, অ্যাপস, মূল্য, রঙ, আকার এইরকম নানান বিষয় নিয়ে কথা বলবো প্রতিদিন। এভাবে আমাদের মোবাইল জীবন আলোচনায় থাকবে। আজকে দেখলাম এনড্রয়েড এর নতুন ওএস জেলি বিন রিলিজ হচ্ছে। এনড্রয়েড ৪.১ নিয়ে ডেইলিষ্টার একটা ফিচার করেছে।
অনেক চিন্তা ভাবনা করার পর সিদ্ধান্ত নিয়েছিলাম সনিএরিকসন এক্সপিরিয়া রে কিনব। এবং ঢাকাতে বন্ধুকে গতকাল টাকাও পাঠিয়েছি। কিন্তু আজ দেখলাম জেলিবিন কোন সনির মোবাইলেই সাপের্ট করে না।
গ্যালাক্সি২ থেকে সাপের্ট করে।
এখন উপায়? নতুন মোবাইলের সাথে নতুন ওএসটা কি ব্যবহার করতে পারবো না?
২০হাজার বাজেটের মাঝে জেলি বিন সপোর্ট করে এমন মোবাইল কি আছে?
মোবাইলের ক্ষেত্রে আমার চাহিদা কম করে ৮মেগাপি ক্যামেরা, সাথে সেকেন্ডারি ক্যামেরা থাকতে হবে এবং আপডেট ওএস।
আবার নতুন করে পরামর্শ চাইছি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।