এক প্রতিবেদনে এবিসি নিউজ জানিয়েছে, স্টোনের প্রতিষ্ঠিত নতুন এ সামাজিক যোগাযোগ মাধ্যমটির নাম ‘জেলি’।
জেলির ব্যবহারকারীরা নিজেদের কিছু জানার থাকলে এতে প্রশ্ন করবেন এবং অন্য ব্যবহারকারীর প্রশ্নটির উত্তর জানা থাকলে তিনি সেটির উত্তর দেবেন। প্রধানত এ বিষয়টির উপর ভিত্তি করেই গড়ে তোলা হয়েছে জেলি নামের সামাজিক মাধ্যমটি। এ প্রসঙ্গে স্টোন জানিয়েছেন, প্রত্যেকেরই মোবাইল ফোন রয়েছে এবং প্রত্যেকেই সংযুক্ত অবস্থায় আছেন। যদি কারও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কেউ-না-কেউ আছেন যিনি প্রশ্নটির উত্তর জানেন।
এ সামাজিক মাধ্যমটি অনেকটাই ইয়াহু অ্যানসারসের মতো। তবে মোবাইলভিত্তিক এ সেবার পুরো বিষয়টিতেই কিছুটা ভিন্নতা রয়েছে। উদাহরণ হিসেবে বলা যায়, জেলি ব্যবহারকারীরা শুধু প্রশ্ন লেখার বদলে বিভিন্ন ছবি পোস্ট করেও জিজ্ঞাসা করতে পারবেন সে জিনিসটি কী।
সামাজিক মাধ্যমটির জেলি অ্যাপ আইওএস এবং অ্যান্ড্রয়েড দুটি সংস্করণেই বের হয়েছে এবং অ্যাপ স্টোরগুলোতে পাওয়া যাবে। তবে ডাউনলোডের ক্ষেত্রে সরাসরি জেলির সাইট থেকে অ্যাপটি সংগ্রহ করার জন্য এবিসি তাদের প্রতিবেদনে পরামর্শ দিয়েছে।
কারণ দুটি অ্যাপ স্টোরেই জেলি নামের বহু অ্যাপ রয়েছে, যার ফলে ডাউনলোডার বিভ্রান্তির শিকার হতে পারেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।