আমাদের সবার অসংখ্য ফেসবুক ফ্রেন্ড। আর সকল ফেসবুক ইউজারদের জন্য একটি অতি গুরুত্বপূর্ণ user script হচ্ছে Unfriend Finder। এ user script এর মাধ্যমে জানতে পারবেন, পূর্বে আপনার বন্ধু ছিল কিন্তু বর্তমানে হয় তাদের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় অথবা তাদের friend list থেকে আপনাকে মুছে ফেলা হয়েছে. এছাড়া আপনি যাদের friend request পাঠিয়েছেন এবং যারা আপনার friend request প্রত্যাখ্যান করবে তাদের নাম ও আপনি জানতে পারবেন।
এই user script টি ইন্সটল করার পর আপনার ফেসবুক এ home মেনু এর পাশে Unfriends নামে একটি মেনু যুক্ত হবে। তাছাড়া আপনার হোম পেজ এ FAVORITES এ Unfriends নামে একটি অপশন ও যুক্ত হবে।
এই ২ টি জায়গা থেকে সহজেই এসব সুবিধা ব্যাবহার করতে পারবেন।
আসুন জেনে নিই ইন্সটল করার পদ্ধতি,
১ - Greasemonkey 0.9.22 add-ons টি mozila firefox এ install করি।
২ - firefox রিস্টার্ট করি।
৩ - এবার Unfriend Finder নামে user script টি ইন্সটল করি।
৪ - পুনরায় firefox রিস্টার্ট করি।
৫ - এবার পরিবর্তন টি দেখে নিন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।