আমাদের কথা খুঁজে নিন

   

লেবাননের Jenny Gustafsson এর চোখে আমার সোনার বাংলাদেশ

মেয়েটির নাম Jenny Gustafsson.লেবাননের কোন এক পত্রিকার সম্পাদক। বাংলাদেশে এসেছিলো গত ফেব্রুয়ারীতে। এমন কত জনইতো আসে, ২-১ রাত থাকে আমার বাসায় বা ডিনার করি একসাথে। তারপর ভুলে যাই। এ মেয়েটির কথাও ভুলে গিয়েছিলাম।

কিন্তু সে ভোলেনি। সে ভোলেনি আমাকে এবং আমার সোনার বাংলাদেশকে। বাংলাদেশে কটা দিন ভ্রমণ করে সে এ দেশটকে এত ভালোবেসেছে সে তার ভ্রমণ নিয়ে বিশাল এক ব্লগ লিখেছে। সে আমার কাছে মেইলে বলেছে : Am back in Beirut now, after having spent a little time in India on the way from Bangladesh. You know what? I'm still thinking about Bangladesh a lot. I don't know if every day, but almost! It really has a special place in my heart. Have not come across as genuine and sweet people anywhere else. এছাড়াও সে লিখেছে ভালোবাসায় মোড়ানো একটি ব্লগ। সে ব্লগে জেনি A থেকে Z পর্যন্ত বাংলাদেশের নানা বিষয় তুলে ধরেছে।

শিরোনাম দিয়েছে From A to Z - what to love about Bangladesh. পড়ুন জেনির অসাধারন সেই ব্লগটি। পড়ে আমার একটা কথাই মনে হয়েছে ওরা ভালোবাসে আর আমরা পারলামনা দুখিনি এ দেশটাকে ভালোবাসতে। আপনার প্রতিক্রিয়াটাও জানান জেনির ব্লগ পড়তে : Click This Link ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।