মত প্রকাশের স্বাধীনতা কোন সুযোগ নয়, অধিকার। প্রশ্নঃ প্রকৃত দেশপ্রেমিক ও শ্রেষ্ঠ দেশপ্রেমিক বলতে কি বোঝায়? প্রশ্নটির পূর্ণমান ১০। ব্লগার ভাইয়েরা নিচের উত্তরের বিপরীতে নম্বর দিবেন। উত্তরটি কত শতাংশ নম্বর পাওয়ার মতো হয়েছে তা জানার আগ্রহ রইল। উত্তরঃ (মডার্ন সংজ্ঞা অনুযায়ী) প্রকৃত দেশপ্রেমিকঃ কোন বড় মাপের ব্যবসায়ী কাম রাজনীতিবিদ যদি সরকারের প্রথম মেয়াদে কোন মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পান এবং প্রতিমন্ত্রী থাকা অবস্থায় পাসপোর্ট কেলেঙ্কারির জন্য দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করতে বাধ্য হন; পরবর্তীতে দ্বিতীয় মেয়াদে দল ক্ষমতায় যাওয়ার পর পদোন্নতি পেয়ে তিনি লোভনীয় কোন মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পান এবং কোন কোম্পানিকে বড় কোন প্রকল্পের কাজ পাইয়ে দেওয়ার জন্য পারসেন্টেজ নেওয়ার অভিযোগে দুর্নীতিবাজ উপাধিতে ভূষিত হয়ে নতুন কোন মন্ত্রণায়ে স্থানান্তরিত হয়েও নিজের শেষ রক্ষা করতে না পেরে দ্বিতীয়বারের মতো দুর্নীতির অভিযোগ মাথায় নিয়েই মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে বাধ্য হন তবে তাকে অবশ্যই প্রকৃত দেশপ্রেমিক বলতে হবে। এই সংজ্ঞার সত্যতা যাচাইয়ের জন্য উদাহরণ স্বরূপ বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি উক্তি উল্লেখ করা প্রয়োজন। গত ২৫-০৭-২০১২ তারিখে লন্ডনের হোটেল সেন্ট প্যানক্রসে ইফতারের পর স্থানীয় বাংলা প্রচার মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেছেন- সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেন 'প্রকৃত দেশপ্রেমিক' এবং 'দেশপ্রেম' আছে বলেই তিনি রিজাইন দিয়েছেন। শ্রেষ্ঠ দেশপ্রেমিকঃ যদি কোন রাজনীতিবিদের (বিশেষ করে দলীয় প্রধানের) বিরুদ্ধে কমপক্ষে ১৫টি দুর্নীতির মামলা থাকে এবং ঐ রাজনীতিবিদের দল সরকার গঠন করে এবং তিনি প্রধানমন্ত্রী পদকে অলংকৃত করার পর আদালতের মাধ্যমে নিষ্পত্তি না করে নির্বাহী ক্ষমতা বলে নিজের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির সবগুলো মামলা প্রত্যাহার করে নিয়ে নিজেকে 'নিট এন্ড ক্লিন' করার পর বিরোধী দলের সব নেতাকর্মীদেরকেই 'দুর্নীতিবাজ', 'ধোঁকাবাজ', 'চোর', 'বাটপার' ইত্যাদি বলে অনর্গল প্রচার চালান; মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতির শত অভিযোগ(এমনকি আন্তর্জাতিক ভাবেও) থাকলেও 'আমার সরকারের আমলে দুর্নীতি প্রায় শূণ্যের কোঠায়' বলে দাবি করতে পারেন এবং দুর্নীতির অভিযোগে নিজের মন্ত্রী সভার কোন মন্ত্রী শেষ পর্যন্ত পদত্যাগে বাধ্য হলেও তাকে 'প্রকৃত দেশপ্রেমিক' বলে স্বীকৃতি দেন তবে তাকে অবশ্যই শ্রেষ্ঠ দেশপ্রেমিক বলতে হবে। এই সংজ্ঞার সত্যতা যাচাইয়ের জন্য উদাহরণ স্বরূপ বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি উক্তি উল্লেখ করা প্রয়োজন। গত ১৮-০৬-২০১১ তারিখ শনিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিনিয়োগ বোর্ডের ১৪ তলা সদর দপ্তরের ভিত্তিপ্রস্তুর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রশ্ন করেছিলেন আমার চেয়ে কে বেশি দেশপ্রেমিক?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।