মাঝে মাঝে মনে হয় বেরিয়ে পড়ি 'একতারা'টা হাতে নিয়ে......"দরবেশ বানায়া দাও মাওলা.........দরবেশ বানায়া দাও। । । " কুত্তার লেন্জা এমন এক জিনিস যেটা বছরের পর বছর ধরে চোংগায় রাখলেও সোজা হওয়ার নয়। আর এ এমনই এক চিজ যেটা দিয়ে সে তার নিজের লজ্জাই ঢাকতে পারে না।
বরং সেনসিবল্ মানুষের (!) সেদিকে চোখ গেলে বিব্রত বোধ করে।
ঘটনা হইল আমার সামনে দিয়ে সুন্দরী এক রমনী ততোধিক সুন্দর (সুন্দরীও হৈতারে!) এক সারমেয় নিয়ে হেটে যাচ্ছিল আর দু:খজনকভাবে আমার নজর সেই নিরীহ প্রাণীটির বিশেষ অঙ্গের (লেঞ্জা...) দিকে যায় আর মনে পড়ে দেশের ফুলের মতো শুভ্র/পবিত্র (?) সেই সব রাজনৈতিক নেতাদের কথা।
আচ্ছা আমাদের রাজনৈতিক নেতৃত্বের কাছে কি 'লাজ-লজ্জা' শব্দটি পরিচিত নয়? মহান নেতারা (!) কি জানেন না সারমেয় লেন্জা দিয়ে শতচেষ্টায়ও লজ্জাস্থান ঢাকা যায় না? আর আমরা আম-জনতা সেদিকে অহেতুক দৃষ্টি গেলে শরমিন্দা হই। । ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।