প্রথমেই একটা কথা বলি, পত্রিকা আর ব্লগ এক না এটা জানি... তবুও পত্রিকা শব্দটা ব্যবহার করলাম কারণ পত্রিকায় যেমন কোন মতামত তুলে ধরা হয়, পাঠকদের অনুভূতি তুলে ধরা হয় তেমনি ব্লগেও কিন্তু তাই হয়......... বলতে পারেন, আপনার ব্লগ আপনার ব্যক্তিগত জায়গা কিন্তু এটা পুরোপুরি ঠিক না...... আপনি যখন নতুন কোন ব্লগ লিখেন তখন উপরে ডানে বাঁধ ভাঙ্গার আওয়াজ এর পাশ থেকে টিক চিহ্নটি তুলে দিলে সেই ব্লগটি প্রথম পাতায় আসবে না, আপনার ব্লগে থাকবে এবং সেটা নিতান্তই আপনার ব্যক্তিগত ব্লগ কারণ কাউকে আপনি সেটা পড়তে বলেন নাই......
কিন্তু একটা ব্লগ যখন প্রথম পাতায় দিলেন তখন সেটা সবাইকে জানান দেয়া আপনি ব্যক্তিগত জীবন থেকে কিংবা অন্য যে কোন সোর্স থেকে এমন কিছু লিখেছেন যেটা আপনি শেয়ার করতে চান, যেটাতে আপনি চান সবাই সেটা পড়ুক.......
এই দৃষ্টিকোন থেকে ব্লগকেও পত্রিকা বললাম.......
আর বর্ণনামূলক কথায় যাব না........ সোজাসুজি লজিকে আসি,
কেউ আপনাকে ব্লক করলে আপনি তার ব্লগে কমেন্ট করতে পারবেন না এটার সাথে একমত ছিলাম কারণ ফ্লাডিং ঠেকাতে এর দরকার ছিল.....
কিন্তু মাইনাস দিয়ে যদি নিজের আপত্তিটা তুলে ধরা না যায় তাহলে সেই পোস্টের বিরুদ্ধে কথা বলার সুযোগ টা কোথায়????
কালকে কেউ একজন পোস্ট দিবে: "পাকিস্তান থেকে স্বাধীন না হলে আমরা যে সব সুবিধা পেতাম".......... কি করবো আমরা ??? যেয়ে মাইনাস দিব এবং কথা যা বলার বলে আসবো..... ফলাফল: ব্লক খাব ঐ ব্লগে.....
দ্বিতীয় দিনে সে পোস্ট দিবে: "কেন ১৯৫৯ সালে মানুষরা ২০০৯ সালের মানুষদের থেকে সুখী ছিল??"
কৌশলে এইবারও করা হবে পাকিদের গুনকীর্তন এবং এবার সেটা হজম করা লাগবে কারণ এখন ঐ ব্লগে প্রতিবাদ জানানোর উপায় নাই.......
*****দের নির্বিঘ্নে লিখার সুযোগ করে দেয়ার জন্যে সামহোয়ারইন কর্তৃপক্ষকে ধন্যবাদ ও অভিনন্দন প্রতিবাদহীন একটি প্লাটফর্ম তৈরী করার জন্যে......
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।