আমি খুঁটির উপর বসে থাকা কাককে, মানুষের সর্বনাশ করতে দেখেছি বন্ধু মানে পবিত্র এক সঙ্গী যার সাথে নিজের সুখ-দুঃখ সব কিছু শেয়ার করা যায়, যে সাথে থাকলে বিপদ মোকাবেলার সাহস বহুগুণ বেড়ে যায়, যাকে নিয়ে যা কিছু ভাল তা করা যায়। যখনই প্রায় সমনীতির এবং একই চিন্তাভাবনার দুইজন মানুষ একে অপরের সংস্পর্শে আসে তখনই কেবল বন্ধুত্ব হয়। এর বাইরে যদি অন্য কোন কারণে বন্ধুত্ব হয় তাহলে ধরে নিতে হবে ঐটা হয়েছে শুধুমাত্র একটি নির্দিষ্ট সময়ের জন্য বিশেষ কোন উদ্দেশ্যে সাধনের লক্ষ্যে যেখানে পারস্পরিক আস্থা এবং বিশ্বাস এর চেয়ে নিজেদের স্বার্থসিদ্ধিটাই বড়।
বন্ধুত্ব মানে একে অপরের কাছ থেকে লাভবান হওয়া নয়, বন্ধুত্ব মানে অবৈধ পথে টাকা উপার্জন করে তা সবাই মিলে ভাগভাটোয়ারা করা নয়, বন্ধুত্ব মানে একসাথে সীসা খাওয়া নয়। বন্ধুত্ব মানে দুজনে মিলে কোন ভাল কাজ সম্পাদন করা, কোন দুর্নীতিকে প্রশ্রয় না দেয়া।
আমার বন্ধু দুর্নীতিবাজ এর মানে এই নয় যে, আমার বন্ধু হওয়ার কারণে আমি তাকে সমর্থন দিয়ে যাব। আমাকে এর প্রতিবাদ করতে হবে। এরপরও যদি সে না বুঝে তাহলে সেই বন্ধুর সাথে সম্পর্ক না রাখাই ভাল। বন্ধুত্ব টিকিয়ে রাখার জন্য অন্যায়কে প্রশ্রয় দেবার কোন মানে হয় না।
বন্ধুত্ব মানে মিলেমেশে কোন খারাপ কাজ করা নয়, যেটা এখন ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে।
বন্ধুত্ব মানে একসাথে রাস্তায় দাঁড়িয়ে ইভটিজিং করা নয়, বন্ধুত্ব মানে একসাথে নেশা করা নয়, বন্ধুত্ব মানে একজনের কাছে অন্যজনের গীবত করা নয়, বন্ধুত্ব মানে সবাই মিলে একজনের ক্ষতি করা নয়। বন্ধুত্ব হচ্ছে সেই সম্পর্ক সেখানে লাভ-ক্ষতির কোন হিসাব থাকবে না, যেখানে অন্যায় কিছু থাকবে না।
মাঝে মাঝে দেখা যায়, কিছু অনেক পুরনো সম্পর্ক হঠাৎ করে ভেঙে যায়। এতে করে অনেকে হতাশ হয়ে যায়। আসলে এতে হতাশ হওয়ার কিছু নেই।
যদি তুমি নীতিতে থাক তাহলে এর কারণটা আমার কাছে অনেকটা এরকমঃ আগে তোমার সাথে তাদের নীতির মিল ছিল এবং তোমরা একই চিন্তাভাবনার ছিলে বলে তোমার সাথে তাদের বন্ধুত্ব হয়েছে। কিন্তু এখন কোন কারণে তারা তাদের আগের সেই নীতি থেকে সরে এসে নীতিহীন হয়ে পড়ায় এবং তুমি তোমার আগের নীতিতে অটল থাকার কারণে দুজনের মধ্যে নীতির বৈপরীত্য সৃষ্টি হচ্ছে এবং ফলশ্রুতিতে সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এতে হতাশ হওয়ার কিছু নেই। এসব নীতিহীন বন্ধু চলে যাওয়ার পরে যারা শেষ পর্যন্ত তোমার সাথে থাকবে তারাই তোমার প্রকৃত বন্ধু।
আগে বলা হত, যে আপনাকে নেশা করতে বলে সে আপনার বন্ধু নয়, কিন্তু এখনকার ফ্যাশন হয়ে দাড়িয়েছে যে আপনার সাথে নেশা করে না সে আপনার বন্ধু নয়,যে আপনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে খারাপ কাজ করে না সে আপনার বন্ধু নয়।
জীবনে অর্থ-সম্পদ, যশ-খ্যাতি এসব লক্ষ্য অর্জনের চেয়ে যে জিনিসটা কঠিন তা হল নিজের জন্য কমপক্ষে একজন প্রকৃত বন্ধু খুঁজে নেয়া। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।