পৃথিবীতে বন্ধুত্বের সংজ্ঞা এতো বেশি যে, বলে শেষ করা যায় না। একজনের কাছে বন্ধুত্ব একরকম তো অন্যজনের কাছে বন্ধুত্বের সংজ্ঞা অন্যরকম। বন্ধুত্বের একটি সংজ্ঞা নিয়েই হতে পারে বিশাল বই। আবার হতে পারে দীর্ঘ বক্তৃতা, হতে পারে আমার বিরক্তিকর লেখা। তবে মনে হয় জন হে-এর এই সংজ্ঞাটা না দিলে বন্ধুত্ব বুঝা যায় না 'বন্ধুত্ব হলো জীবনের সূর্যোদয়।
" সত্যি অবাক করার বিষয়, তিনি তার বন্ধুদের কতো বড় করে দেখছেন। গোটা পৃথিবীর কাছে তুমি একজন মানুষ মাত্র, বন্ধুর কাছে তুমি গোটা পৃথিবী। ভালো বন্ধু সে-ই যে মনে করে, তুমি একটা ভালো ডিম, যদিও সে জানে ডিমটা খানিকটা ফাটা।
আবার বন্ধুত্ব হচ্ছে চুইংগামের মতো হৃদয়ের কাছাকাছি, যা একবার মনে স্থান করে নিলেই হলো, ছাড়তে চাইলেও তা সম্ভব হয় না। বন্ধুত্ব তিন ধরনের (১) খাবারের মত, যাদের ছাড়া চলে না।
(২) ঔষধের মত, যাদের মাঝে মাঝে দরকার হয়। (৩) অসুখের মত, যাদের কেউ চায় না। 'তুমি যদি ৫শ' বছর বেঁচে থাকো, আমি যেনো একদিন কম বাঁচি, যাতে তোমায় একদিনের জন্যেও মিস না করি। 'বন্ধুত্ব নিয়ে সুবচনের শেষ নেই। আবার বন্ধুত্বের সুনির্দিষ্ট সংজ্ঞাও নেই।
তবে এটা অস্বীকার করার কোনো জো নেই যে, বেঁচে থাকতে হলে অবশ্যই ভালো বন্ধু প্রয়োজন।
ভালো বন্ধুর মাধ্যমে তুমি আর কিছু না বুঝ বা না পাও কিন্তু তুমি কেমন, তোমার ভুলটা সে দেখাবে, আবার তোমাকে তোমার ভালো কাজের প্রশংসাও সেই করবে। "তোমার ভালো বন্ধু সে-ই যে তোমার মধ্যকার সর্বোত্তম গুণটা বের করে আনবে। "-হেনরি ফোর্ড। বন্ধুত্ব হচ্ছে দু'জনের পরস্পরের প্রতি গ্রহণযোগ্য ও প্রত্যাশিত আচরণ।
বন্ধুত্ব হচ্ছে 'বিশ্বাস'। বন্ধুত্ব হচ্ছে 'দু'দেহ একমন। ' --- এরিস্টটল।
বন্ধুরা জানে এবং মানে তারা পরস্পরের ক্ষতি করবে না। এটা সত্যি যে, বন্ধুত্ব গড়ে উঠে কিছু প্রদর্শিত মূল্যবোধের ওপর, যার মধ্যে রয়েছে বন্ধুর বেলায় সবচেয়ে ভালোটাই ঘটুক এ প্রত্যাশ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।