এখানে বিনামূল্যে বিশ্ব-বিখ্যাত মাইন্ড বৈজ্ঞানিক দ্বারা মাইন্ড রিলেটেড এনি প্রবলেম অতি যত্ন সহকারে সলভ করা হয় । --অথিতি নারায়ন-- কিসসু না কিচ্ছু মনে না করা আর আপন করে নেয়া পরিবারেরি একজন মনে করা সবচেয়ে আপন করে সেবা দেয়া আর নতুন মজার কিছু দেয়া এই তো সূত্র মন জয়ের । --ব্যাক্তিগত-- অযথাই অতৃপ্তির জ্বালা যন্ত্রনায় পুরে মর তুমি একলাই অথচ আমি টের পাইনা কিছুই কারন আমি সেই সুশিতল জল সেই স্নিগ্ধ সতেজ হাওয়া । আমার পরশে – আগুন পুরে হয় ছাই হেসে ওঠে ধোয়া ! আমার না হও তুমি না হবে তাতে আমার কিসসু আসে যায় না আমি যে তোমারি আর তোমার যা ভালো , সেতো আমিই । * --Dam Care-- শির উড়ে যাক যাবে শিশুর মত হাসবোই প্রান যায় যাক যাবে ফুরফুরে হাওয়া বইবোই আমার শরীর ফেটে রক্তের স্রোত বেরিয়ে যাক ভালোবাসবোই যন্ত্রনারা গেয়ে যাক যত যন্ত্র সঙ্গীত “অটল সহজ” ঝর্নাধারা ঝরে পরবোই * --জীবনের স্বাদ-- দুটি দেহ একপ্রান হোক একজন আরেকজনের জন্যে বাচুক । ১৭ বছর বয়সে নিরাপদ প্রেমের পাঠ নিক শিখুক “ভালবাসা” কে সম্মান জানানোর কায়দা কানুন ১৮ বছর বয়সে প্রেমের জ়োয়ারে ভাসুক ১৯ বছর বয়সে বিয়ে হয়ে যাক আয়-উপার্জন করতে শুরু করলে – ঘর বাধুক মাটির ঘরে বেহেস্ত নামুক মেলা মেশায় ভালোবাসার ফুল ফুটুক তাদের প্রেম , এই ফুলের সৌরভে অটল থাকুক । *
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।