হোসেইন বস এই ডায়লগ্টা দিলেন। খুবই ভালা পাইলাম। দরকারী। ব্লগের মতো আমগো জাতিয় রাজনিতিতে কয়েকজন আছেন ছাগল, আর কয়েকজন মেনি বিলাই। ইনুচ্চ্যা স্যাররে কেমতে জানি আমার মেনি বিলাই মনে হয়। হয়তো ভুল কইলাম, কিন্তুক এইটাই আমার মনের ভাব।
ছাগলের সুবিধাঃ
১- ব্যাক্তিজিবনে ছাগল্রা ধুরন্ধর কম, লোক খারাপ না
২-
মেনি বিড়ালের অসুবিধা
১-আমরা ডালে গেলে ওরা যায় পাতায়
২-দিনে দরবেশ রাইতে ডাকাইত
আর কিছু যোগ কর্তে চাইলে করেন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।