আমাদের কথা খুঁজে নিন

   

মুভি রিভিউঃ সিরিজ -১ Fly Boys Vs. Red Baron

সকল প্রকার মুভি আর সকল প্রকার খাবার দুটোই প্রিয়। দেশিয় রাজনীতির চেয়ে আন্তর্জাতিক রাজনীতি ই বেশি টানে। তারপও দেশকে রাখি সবার আগে। Fly Boys এবং Red Baron মুভি দুটি দুই ভিন্ন অবস্থান , আদর্শ ,পক্ষ থেকে একই ঐতিহাসিক সময় ও ঘটনা প্রবাহ নিয়ে অসাধারন দুটি চলচ্চিত্র। সময়কাল ww1, যেখানে ট্যাঙক ই যুদ্ধের রাজা।

তারপরও মাত্র আবিষ্কৃত বিমানকে মনুষ্য মস্তিষ্ক দিয়ে যুদ্ধ উপযোগী করার চেষ্টা চলছে। আর কিছু বীর ঈগল পাখির মত যুদ্ধক্ষেত্রে বিচরন করছে, ম্যানুয়ান মেশিনগান দিয়ে একে অন্যকে ঘায়েল করছে, স্কোরিং করে নিজ নিজ বাহীনির কাছে দেবতা হয়ে উঠছে। দেখলে অবাক লাগবে যে কোন রাডার , রেডিও ,অক্সিজেন মাস্ক ,প্যারাসূট ছাড়াই প্রথম যুগের ইঞ্জিনের প্লেন দিয়ে কিভাবে এরা আকাশ দখলের প্রতিযোগীতায় মেতে উঠেছিল!! দুটি মুভিই প্রায় একই ধাচের। Fly Boys এ দেখানো হয়েছে মিত্রশক্তির র্জামান প্রতিরোধ আর কিছু লিজেন্ডের উত্থান। অন্যদিকে Red Baron এ র্জামান আভিজাত্য , এক প্রকৃত যোদ্ধার দেবতা হয়ে ওঠা যে লড়ে সম্মমান ও গৌরবের জন্য।

সাধারনত বিজয়ীরাই ইতিহাস লিখে। কিন্তু মুভি দুটিতে ইতিহাসিক সত্যগুলো দুইপাশ থেকেই বজায় রাখা হয়েছে। দুই মুভিতেই সুন্দর রমনীর উপস্থিতি ও রোমান্স মুভির বারতি আকষন। তবে লিঙ্ক দিতে পারলাম না বলে দুঃখিত। যে কোন একটা দেখলে অবশ্যই অন্যটা দেখবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.