আমাদের কথা খুঁজে নিন

   

আল্লাহতায়ালার ৯৯টি নাম ও সহজ অর্থ

সাধারন মানুষ মহানবী(স) বলেছেন যে ব্যক্তি আল্লাহপাকের নামগুলি মুখস্থ করবে, তিনি বেহেস্তে প্রবেশ করবেন। মুখস্থ করার সাথে সাথে বোধ করি গবেষণা ও নিজ জীবনে প্রয়োগ করারও ইঙ্গিত থেকে থাকবে। আসলেই দৈনন্দিন যাপিত জীবনের সাথে আল্লাহপাকের নামগুলির সম্পর্ক অনুধাবনে বিস্মিত ও শিহরিত হতে হ্য়।চলিত ভাষা ব্যবহারের প্রয়াস ছিল যাতে সকলের বোধগম্য হয়। ১. আল্লাহ ২. আর রহমান- সবচাইতে দয়ালু ৩. আর রহিম- সবচাইতে ক্ষমাশীল ৪. আল জাব্বার- পরাক্রমশীল, বাধ্যকারী ৫. আল আযিয- পরাক্রমশালী, অপরাজেয় ৬. আল মুহায়মিন- পরিপূর্ন রক্ষণাবেক্ষণকারী ৭. আল মুমিন- নিরাপত্তা ও ঈমান দানকারী ৮. আস সালাম-শান্তি দানকারী ৯. আল কুদ্দুস- নিখুঁত ১০. আল মালিক-সর্বাধিকারী, অধিপতি ১১. আল ওয়াহহাব-সবকিছু দানকারী ১২. আল কাহহার- মহাপরাক্রান্ত,দমনকারী ১৩. আল গাফফার- মহাক্ষমাশীল,পুনঃ পুনঃ ক্ষমাকারী ১৪. আল মুসাওবির- রূপদানকারী, আকৃতি দানকারী ১৫. আল বারী- নির্মাণ কর্তা,সঠিকভাবে সৃষ্টিকারী ১৬. আল খালিক-সৃষ্টিকর্তা,শূন্য থেকে সৃষ্টিকারী ১৭. আল মুতাকাব্বির--অহংকারের ন্যায্য অধিকারী ১৮. আর রাফি-উন্নয়নকারী ১৯. আল খাফিদ-অবনমনকারী, অপমানকারী ২০. আল বাসিত-সম্প্রসারণকারী ২১. আল কাবিদ- সংকোচনকারী,নিয়ন্ত্রণকারী ২২. আল আলীম- মহাজ্ঞানী,সর্বদর্শী ২৩. আল ফাত্তাহ-বিজয়দানকারী ২৪. আর রাজ্জাক-জীবিকা দানকারী ২৫. আল লাতীফ-সূক্ষ্ণ দক্ষতাসম্পন্ন ২৬. আল আদল- ন্যায়নিষ্ঠ,পরিপূর্ণ-ন্যায়বিচারক ২৭. আল হাকাম- মিমাংসাকারী ২৮. আল বাসির-সর্বদ্রষ্টা,সর্ববিষয়-দর্শনকারী ২৯. আস সামী-সর্বশ্রোতা ৩০. আল মুযিল্ল- হতমানকারী,বেইজ্জতকারী ৩১. আল মুইয্‌য- সম্মানদাতা ৩২. আল কাবীর-বিরাট/ মহৎ ৩৩. আল আলী-অত্যুচ্চ,সর্বশ্রেষ্ঠ ৩৪. আশ শকুর- গুণগ্রাহী,সুবিবেচক ৩৫. আল গাফুর- ক্ষমাশীল ৩৬. আল আজীম- মহিমাময়,সর্বোচ্চ-মর্যাদাশীল ৩৭. আল হালীম- অত্যন্ত ধৈর্যশীল,প্রশ্রয়দাতা ৩৮. আল খাবীর-সর্বজ্ঞ,সকল ব্যাপারে জ্ঞাত ৩৯. আল মুজিব- প্রার্থনা গ্রহণকারী ৪০. আর রাকীব-নিরীক্ষণকারী,সদাজাগ্রত ৪১. আল কারীম-মহামান্য ৪২. আল হাসীব-হিসাব-গ্রহণকারী,মহা পরিক্ষক ৪৩. আল মুকিত-আহার্যদাতা,লালনপালনকারী ৪৪. আল হাফীজ- সংরক্ষণকারী,মহা রক্ষক ৪৫. আল হাক্‌ক- পরম সত্য ৪৬. আশ শাহীদ-প্রত্যক্ষকারী,সবকিছুর স্বাক্ষী ৪৭. আল বাঈছ-পুনরুথানকারী, পুনুরুজ্জীবিতকারী ৪৮. আল মাজীদ-গৌরবময় ৪৯. আল জালিল-প্রতাপশালী ৫০. আল ওয়াদুদ-প্রেমময়,স্নেহশীল ৫১. আল হাকীম- বিচক্ষণ ৫২. আল মুবদী- আদি স্রষ্টা,প্রথমবার-সৃষ্টিকর্তা ৫৩. আল মুহসী- হিসাব গ্রহণকারী ৫৪. আল হামীদ- প্রশংসিত ৫৫. আল ওয়ালী-অভিভাবক ৫৬. আল মাতীন-দৃঢ়তা সম্পন্ন ৫৭. আল কাবী- মহাশক্তিশালী ৫৮. আল ওয়াকীল-পরম নির্ভরযোগ্য কর্ম-সম্পাদনকারী,তত্ত্বাবধায়ক ৫৯. আল মাজিদ-সুমহান ৬০. আল ওয়াজিদ-অফুরন্ত ভান্ডারের অধিকারী,অবধারক ৬১. আল কায়্যুম-অভিভাবক,সমস্তকিছুর ধারক ও সংরক্ষণকারী ৬২. আল হায়্যু-জীবিত,চিরঞ্জীব ৬৩. আল মুমীত-মরণদাতা ৬৪. আল মুহয়ী- জীবনদাতা ৬৫. আল মুঈদ-পুনঃসৃষ্টিকারী ৬৬. আল আওয়াল- সর্বপ্রথম, যার কোন শুরু নাই ৬৭. আল মুয়াখখির- অবকাশ দানকারী,পশ্চাদবর্ত্তীকারী ৬৮. আল মুকাদ্দিম-অগ্রসরকারী,অগ্রবর্ত্তীকারী ৬৯. আল মুক্তাদির-প্রবল/ পরাক্রম,নিরঙ্কুশ-সিদ্বান্তের-অধিকারী ৭০. আল কাদীর-মহাশক্তিশালী ৭১. আস সামাদ- অভাবমুক্ত ৭২. আল ওয়াসি-সর্বব্যাপী ৭৩. আল ওয়াহিদ- একক, এক ও অদ্বিতীয় ৭৩. আত তাওয়াব-তওবা গ্রহণকারী ৭৫. আল বার্‌র- কল্যাণকারী,পরম উপকারী ৭৬. আল মুতা’আলী- সুউচ্চ,সৃষ্টির গুনাবলীর উর্দ্ধে ৭৭. আল ওয়ালী- সমস্ত-কিছুর-অভিভাবক,কার্য্য নির্বাহক ৭৮. আল বাতিন- গুপ্ত/লুকান, অপ্রকাশিত ৭৯. আল জাহির- প্রকাশ্য,সম্পূর্নরূপে-প্রকাশিত ৮০. আল আখির-অনন্ত, যার কোন শেষ নাই ৮১. আল মুকসিত-হকদারের হক-আদায়কারী, ন্যায়পরায়ণ ৮২. যুল জালাল ওয়াল ইকরাম- মহিমান্বিত ও দয়াবান ৮৩. মালিকুল মুলক-সমগ্র জগতের বাদশাহ্ ৮৪. আর রাউফ-কোমল হৃদয়, পরম-স্নেহশীল ৮৫. আল মুনতাকিম- প্রতিশোধ গ্রহণকারী ৮৬. আল হাদী-পথ প্রদর্শক ৮৭. আন নাফি-কল্যাণকারী,কল্যাণকর্তা ৮৮. আদ দারর- (খারাপের,তাগুতের) অকল্যাণকারী ৮৯. আল মানি- প্রতিরোধকারী,প্রতিহতকারী ৯০. আল মুগনি-অভাব মোচনকারী ৯১. আল গানী-সম্পদশালী ৯২. আল জামি- সমবেতকারী,একত্রীকরণকারী ৯৩. আস সাবুর-অত্যধিক ধৈর্যধারণকারী, ধৈর্য্যশীল ৯৪. আল রাশীদ- সঠিক পথ-প্রদর্শক, সত্যদর্শী ৯৫. আল ওয়ারিছ- উত্তরাধিকারী ৯৬. আল আফউ- ক্ষমাকারী ৯৭. আল বাকী- চিরস্থায়ী ৯৮. আল বাদী- অতুলনীয়,অভিনব সৃষ্টিকারী ৯৯. আন নূর- জ্যোতি, আলো ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।