আমাদের কথা খুঁজে নিন

   

আল্লাহতায়ালার সন্তুষ্টির জন্য জামাত শিবির সঠিক দল নয়

আত্মাকে জানার চেষ্টা করছি জাতি-ও আল্লাহতায়ালার একটা সৃষ্টি- তেমনি ভাষাও। (একটু পরিশ্রম করলে এ সর্ম্পকিত কোরআনের আয়াতগুলো দেয়া যেতে পারে।)১৯৭১ সালে যেহেতু আল্লাহতায়ালা বাংলাদেশকে আলাদা জাতি হিসাবে সৃষ্টি হওয়ার অনুমতি দিলেন (হয়ত আমাদের এ জাতি দিয়ে কিছু একটা করাবেন) তখন ত এটা প্রমানিত এবং প্রকাশিত হয়েই গেল যে আপনাদের নেতারা আল্লাহতায়ালার ইচ্ছা না ধরতে পেরে তার ইচ্ছার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল? তারপর কি আপনাদের নেতারা আল্লাহতায়ালার কাছে মাফ চেয়েছেন? তাদের নিজের মধ্যে অনুশোচনা এসেছিল? আমরা দেশবাসি কি কখনো তাদের মধ্যে অনুশোচনা দেখেছি (বরং উল্টো দেখেছি)। এই অনুশোচনার উল্টো মনোভাবের অর্থ তো আপনাদের মত লোকজনের বোঝার কথা। সেটা মহান আল্লাহতায়ালার বিরুদ্ধে গিয়েও তার কাছে তওবা না করার আর্স্পধ্যার সমান। আপনারা সেই আর্স্পধ্যা দেখানো নেতাদের অনুসরন করছেন। হয়ত আপনাদের নিয়ত ভালো (আল্লাহ তায়ালার সন্তুষ্টি) কিন্তু আপনাদের বেছে নেয়া দলটি আপনাদের জন্য সঠিক কিনা তা ভেবে দেখেছেন? আল্লাহতায়ালা আপনাদের সঠিক পথ দেখান এবং আমার বক্তব্য ও নিয়্যতে ভুল থাকলে আমাকে মাফ করুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।