এর মধ্যে পুলিশ বাদি হয়ে সোনারগাঁও থানায় তিনটি এবং এক বাস মালিক একটি মামলা করেছেন।
সোনারগাঁও থানার ওসি আতিকুর রহমান জানান, ৩১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো ‘বহু’ লোককে আসামি করা হয়েছে এসব মামলায়। সোমবার গভীর রাতে মামলা হলেও মঙ্গলবার সকাল পর্যন্ত এসব মামলায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
সোমবারের সংঘর্ষের ঘটনায় বিজিবি ও পুলিশ সদস্য নিহতের ঘটনায় কোনো হত্যা মামলাও হয়নি।
কাঁচপুরে পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাধার অভিযোগে একটি মামলা করেছেন সোনারগাঁও থানার এসআই এনামুল হক।
৩১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ‘বহু’ লোককে আসামি করেছেন তিনি।
কাঁচপুর হাইওয়ে থানা ও পুলিশ ফাঁড়িতে অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা করেছেন হাইওয়ে পুলিশের ওসি ইমতিয়াজ সোহেল।
কাঁচপুর বালুর মাঠে ডিএমপির ‘ডাম্পিং ল্যান্ডে’ আটক রিকশায় আগুন দেয়ার ঘটনায় হাবিলদার জুলহাস বাদী হয়ে যে মামলা করেছেন, তাতেও ‘অজ্ঞাতপরিচয় বহু লোককে’ আসামি করা হয়েছে।
এছাড়া কাঁচপুরে বাস পোড়ানোর ঘটনায় বাসের মালিক বন্দরের বাসিন্দা জাকির হোসেন বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা করেছেন।
জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন, “বিজিবি ও পুলিশ সদস্য নিহতসহ হতাহতের ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।
হত্যা মামলা দায়ের হবে সিদ্ধিরগঞ্জ থানায়। তবে এসব ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি। ”
আইনশৃঙ্খলা বাহিনী রোববার রাতে ঢাকার মতিঝিল থেকে হেফাজতকর্মীদের সিরিয়ে দেয়ার পর তারা ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ করে।
পুলিশ ও বিজিবি অবরোধ সরাতে গেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় হেফাজতকর্মীরা। এ সময় এক বিজিবি ও দুই পুলিশ সদস্যসহ অন্তত ১৪ জন নিহত হন, আহত হন শতাধিক।
সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় সংঘর্ষে বিজিবি ও র্যাবের গাড়িসহ দশটি যানবাহন পুড়িয়ে দেয়া হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।