আমাদের কথা খুঁজে নিন

   

মুভি রিভিউঃ Battleship (উরাধুরা স্পেশাল ইফেক্ট সম্বলিত!) (জেনারেল হওয়ার পর প্রথম পোস্ট!!)

তুমি হয়ত সবকিছুতে ভালো নও, কিন্তু তোমার উচিৎ সবকিছুতেই তোমার নিজের সেরাটা ঢেলে দেয়া! Review: Battleship Genre: Sci-Fi /Naval Action IMDB Rating: 6.2 RT “Fresh” Rating: 34% (Score 4.6) My Rating: 4.9 মুভিটা দেখার পর প্রথম যে জিনিশটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে- “Thank God it’s finished!”। মুভিটা based on a classic Hasbro naval combat game… আমার কাছে মনে হয়েছে এই কনসেপ্টটা এইরকম একটা বিগ বাজেট মুভি বানানোর জন্য আসলে উপযুক্ত না। মুভির বাজেট ২০৯ মিলিওন ডলার, জি হ্যাঁ ঠিকই শুনেছেন ২০৯ মিলিওন ডলার!! কাহিনি নিয়ে অনেক কিছুই বলা যেত, যদি কাহিনি একটা থাকতো! পুরো মুভিতে স্পেশাল ইফেক্ট ছাড়া আসলে আর কিছুই নেই, তবে স্পেশাল ইফেক্ট কিন্তু মাশাল্লাহ! ২০৯ মিলিওন ডলার পুরাই উসুল!! এইটাই হচ্ছে মুভির একমাত্র পজিটিভ দিক, এছাড়া মুভির চরিত্রগুলোকে ঠিকভাবে Build Up করা হয়নি...পুরো মুভিতেই একটা ছাড়া ছাড়া ভাব ছিল, যে কারনে চরিত্রগুলোর প্রতি আমরা তেমন কোন ইমোশনাল attachment ও অনুভব করিনা। (কে বাঁচল কে মরল তাতে দর্শক থোরাই কেয়ার করবে!) কাহিনি খুব সিমপ্লি বললে বলবো, একটা ইন্টারন্যাশনাল শিপ ফ্লিট একটা ন্যাভাল এক্সারসাইজ করার জন্য সাগরে গিয়ে একটা হঠাৎ পাঁচটি এলিয়েন শিপের সাথে যুদ্ধে অবতীর্ণ হয়, আর এই এলিয়েন শিপগুলো পৃথিবীতে এসেছে কিন্তু মানুষেরই সিগন্যাল ট্র্যাক করে! সবসময় যেটা দেখা যায় সেটাই আবারও দেখা গেলো...এলিয়েনরা প্রজুক্তিগতভাবে অনেক এগিয়ে থাকার পরও মানুষের ভেল্কীতে (অবশ্যই USA মানুষ!) একটা কঠিন যুদ্ধের মধ্যে পড়ে যায়। শেষ পর্যন্ত কারা জিতবে, মানুষ নাকি এলিয়েন? এছাড়া আসলে বলার মত তেমন কিছুই খুঁজে পাচ্ছিনা...নায়িকাটা বেশ সুন্দর! লিয়াম নেসন মুভিতে আছেন, তবে সব মিলিয়ে মাত্র কয়েক মিনিটের জন্য, আগেই বলে দিলাম যাতে কেউ হতাশ না হন! স্পেশাল ইফেক্ট যে অসাধারণ সেটাতো আগেই বলেছি, এছাড়া মুভিটা দেখলে ন্যাভাল এক্সারসাইজ সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাওয়া যায়। যারা শ্বাসরুদ্ধকর দুই ঘণ্টা (আসলে ১৩১ মিনিট) সময় কাটাতে চান, তারা ভালো প্রিন্ট যোগার করে দেখতে পারেন...কারন এই মুভি খারাপ প্রিন্টে দেখলে পুরো মজাটাই মাটি হবে কিন্তু!  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.